বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২–এর আওতায় বাগাড় মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ। বিপন্ন, মহাবিপন্ন ও বিলুপ্তির তালিকায় দেশে কয়েক প্রজাতির পাখি, বন্য প্রাণী ও মাছ আছে। ছবিতে অন্যান্য মাছের সারিতে রেখে বাগাড় বাজারে বিক্রি করা হচ্ছে। এখানে প্রশাসনের নেই তদারকি। চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর, ২৭ অক্টোবরছবি: ফাত্তাহ তানভীর রানা