পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
দেখে মনে হবে ‘কালো পাহাড়’। বাস্তবে এটা খনির কয়লার স্তূপ। বড়পুকুরিয়া কয়লাখনি, পার্বতীপুর, দিনাজপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আইয়ুব আলী
২ / ৮
হাইল হাওর বাংলাদেশের বৃহত্তর সিলেটের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার কিছু অংশে অবস্থিত একটি বৃহদায়তন জলাভূমি। শ্রীমঙ্গল, মৌলভীবাজার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মদ আলী মিলন
৩ / ৮
অতিবৃষ্টিতে রাস্তার পাশের কড়ইগাছ আছড়ে পড়েছে মানুষের বাড়িতে। কামারপাড়া, গুরুদাসপুর, নাটোর, ২৬ অক্টোবর
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৪ / ৮
সারা রাত বৃষ্টির পর সকালের আলোঝলমলে শহরতলি। চুয়াডাঙ্গা, ২৭ অক্টোবর
ছবি: ইয়াসির আরাফাত বর্ণ
৫ / ৮
আহা শৈশব!
ছবি: মো. আইয়ুব আলী
৬ / ৮
বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২–এর আওতায় বাগাড় মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ। বিপন্ন, মহাবিপন্ন ও বিলুপ্তির তালিকায় দেশে কয়েক প্রজাতির পাখি, বন্য প্রাণী ও মাছ আছে। ছবিতে অন্যান্য মাছের সারিতে রেখে বাগাড় বাজারে বিক্রি করা হচ্ছে। এখানে প্রশাসনের নেই তদারকি। চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর, ২৭ অক্টোবর
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৭ / ৮
গতকাল সোমবার (৪ নভেম্বর) পিরোজপুরের পাড়েরহাটে মৎস্য অবতরণ ও বিপণন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। ২০১৭ সালে পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়ে ২০২১ সালে শেষ হয়। ২০২৩ সালের ২৭ অক্টোবর কেন্দ্রটির উদ্বোধন করা হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে কেন্দ্রটির কোনো কার্যক্রমই ছিল না। মৎস্য অবতরণ কেন্দ্রটির কার্যক্রম পুরোদমে চালু করার দাবি ছিল জেলেদের
ছবি: সাদী মো. হিমেল
৮ / ৮
কাঁধে কাঁধ মিলিয়ে অজানার পথে দুরন্ত শৈশব। ৪ নভেম্বর
ছবি: মোজাহিদুল ইসলাম নিরব