পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৯
সন্ধ্যার আলোয় যেন মিলিয়ে যায় দিনের সব ব্যস্ততা। সিমলা পার্ক এলাকা, রাজশাহী। ছবিটি সম্প্রতি তোলাছবি: খন্দকার শাকিল হোসাইন
২ / ৯
কমলাঘাট থেকে আলীর টেক চরে এ খেয়াঘাট দিয়েই মানুষ পারাপার হয়ে থাকে। তাই তো যাত্রীদের অপেক্ষায় খেয়াঘাটের মাঝি নৌকা নিয়ে অপেক্ষা করছেন, কখন যাত্রী আসবে আর তিনি পার করবেন। নদীপাড়ের প্রাকৃতিক এ দৃশ্যের ছবিটি মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার কমলাঘাট ইছামতী নদীর পাড় থেকে সম্প্রতি তোলাছবি: অলিউর রহমান ফিরোজ
৩ / ৯
ফুলবাগান। ফুলের রাজধানীখ্যাত যশোরের গদখালীর ফুলবাগান থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: সাকিব হাসান
৪ / ৯
ঐহিত্যবাহী পুরোনো দালান। রূপকথা রোড, পাবনা, ১০ এপ্রিল ২০২৫ছবি: জিয়াউল হক মানিক
৫ / ৯
পয়লা বৈশাখে পড়ন্ত বিকেলে দল বেঁধে ঘোরার আনন্দই আলাদা। সেই সঙ্গে একটি সেলফি না হলে কি চলে। এমনই ঘুরতে যাওয়া শিশুদের একটি দলের দেখা মেলে ধলেশ্বরী নদীর পাড়ে। ছবিটি মুন্সিগঞ্জের কাঠপট্টি লঞ্চঘাট এলাকা থেকে তোলাছবি: রোকসানা রহমান
৬ / ৯
রঙিন হোক তব পদচারণ, রংধনুর মতো। জয়নুল আবেদিন পার্ক, ময়মনসিংহ। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আশিকুর রহমান মুরাদ
একটি ব্রিজের অপেক্ষায় ২০ গ্রামের মানুষ। কুড়িগ্রামের রৌমারীর হলহলিয়া নদীর ওপর বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন নানা পেশার মানুষ। বর্ষাকালে নৌকা আর খরা মৌসুমে বাঁশের সাঁকোই পথচারীসহ শিক্ষার্থীদের নদী পারাপারের একমাত্র ভরসা। রৌমারী উপজেলার ৬ নম্বর চরশৌলমারী ইউনিয়নের ২০টি গ্রামের মানুষের উপজেলায় আসা–যাওয়ার একমাত্র রাস্তা হলহলিয়া নদী। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি একটি ব্রিজেরছবি: আবু সাইদ কাকন
৯ / ৯
মালতীলতা ফুল। নন্দগ্রাম বগুড়া থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: সাবিহা আফরোজ বুশরা