পাঠকের ছবি

১ / ৭
ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গাজীপুরের কাপাসিয়া উপজেলা। কাপাসিয়ার ‘নড়াইট বিল’ এখন পর্যটনকেন্দ্রের বিপুল সম্ভাবনা। গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নে এ নড়াইট বিলের অবস্থান। কাপাসিয়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মভূমি। নড়াইট বিল তার নয়টি শাখা বা ঘুফ নিয়ে চারদিকে বিরাজমান। নয়টি ঘুফের আবার রয়েছে আলাদা আলাদা নাম, যেমন আন্ধারগুনী গুফ, কাত্তার গুফ, নেওয়ালগুনী, নাওদাঁড়া ইত্যাদি। গ্রামের মানুষ বলে থাকে নহড়ী ঘুফ নিয়ে নড়াইট বিল। ভ্রমণপিপাসুদের কাছে নড়াইট বিল এখন ‘শাপলার রাজ্য’ নামে পরিচিত। বিলে ফুটে থাকে অজস্র লাল শাপলা। ঢাকা শহর থেকে ৭০ কিলোমিটার দূরে নড়াইট বিলের এই শাপলার রাজ্য। ছবি সম্প্রতি তোলা
ছবি: জোনায়েদ
২ / ৭
বিকেল গড়িয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই। ভাদ্র মাসের আকাশে তখন হালকা বৃষ্টি। এ সময় ছোট নদীর পানিতে নানা জাতের মাছের বিচরণ। জেলেরা দিনের এ সময়টার অপেক্ষায় থাকেন ছোট ও মাঝারি সাইজের মাছ শিকারের জন্য। সাইজ বিবেচনায় এসব মাছ ধরতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ঝাঁকি জাল। নির্দিষ্ট জায়গা ও কপাল ভালো হলে একবার জাল চালিয়েই পাওয়া যায় কয়েক কেজি মাছ। শিকারের পরেই খালোইয়ে ভেতর ছটফট করতে থাকা এসব মাছ নিয়ে জেলেরা রওনা হন পার্শ্ববর্তী কোনো বাজারে। বংশী নদী, ডগরতলী, আশুলিয়া, সাভার, ঢাকা, ৩০ আগস্ট
ছবি: হাসিব মীর
৩ / ৭
পড়ন্ত বিকেলে এক বৃদ্ধা তাঁর আদরের ছাগলকে কোলে নিয়ে বাড়ি ফিরছেন। করতোয়া নদীর পাড়, পীরগঞ্জ, রংপুর, ২০ আগস্ট
ছবি: মাসুদার রহমান
৪ / ৭
ফল পাহারায় কাকতাড়ুয়া। মান্দা, নওগাঁ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: কামাল হোসেন
৫ / ৭
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার্মেসি বিভাগ আয়োজিত ফার্মেসি প্রিমিয়ার লিগ অষ্টম আসরের চ্যাম্পিয়ন টিম ‘ফার্মা ভাইকিংস’। ৩৬ ও ৩৭তম ব্যাচ আয়োজিত এ লিগে জয়ী হয়ে ট্রফি নিয়ে উল্লাসে মেতে ওঠেন সমর্থকেরা
ছবি: কাব্য সাহা
৬ / ৭
অপরূপ সৌন্দর্যে ভরা আমাদের গ্রাম। গিলাবাড়ি গ্রাম, পীরগঞ্জ, রংপুর, ১৯ আগস্ট
ছবি: মাসুদার রহমান
৭ / ৭
সুপার ব্লু মুন। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ৩১ আগস্ট
ছবি: রাগীব হাসান সিফাত