ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গাজীপুরের কাপাসিয়া উপজেলা। কাপাসিয়ার ‘নড়াইট বিল’ এখন পর্যটনকেন্দ্রের বিপুল সম্ভাবনা। গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নে এ নড়াইট বিলের অবস্থান। কাপাসিয়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মভূমি। নড়াইট বিল তার নয়টি শাখা বা ঘুফ নিয়ে চারদিকে বিরাজমান। নয়টি ঘুফের আবার রয়েছে আলাদা আলাদা নাম, যেমন আন্ধারগুনী গুফ, কাত্তার গুফ, নেওয়ালগুনী, নাওদাঁড়া ইত্যাদি। গ্রামের মানুষ বলে থাকে নহড়ী ঘুফ নিয়ে নড়াইট বিল। ভ্রমণপিপাসুদের কাছে নড়াইট বিল এখন ‘শাপলার রাজ্য’ নামে পরিচিত। বিলে ফুটে থাকে অজস্র লাল শাপলা। ঢাকা শহর থেকে ৭০ কিলোমিটার দূরে নড়াইট বিলের এই শাপলার রাজ্য। ছবি সম্প্রতি তোলাছবি: জোনায়েদ