পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৮
প্রকৃতির অনেক বড় নেয়ামত হলো আমাদের নদ-নদী। নদ-নদী আছে বলেই নদীপারের মানুষের জীবন এতট স্নিগ্ধ সুন্দর। তার জলরাশিতে মিলে নানা প্রজাতি মাছের প্রাচুর্য। তা ছাড়া নদীর অবদান আমরা কখনো অস্বীকার করতে পারব না। কিন্তু প্রকৃতির এ নদীগুলো আমরা ধরে রাখতে পারিনি। ইছামতী নদীটি এখন সরু খালে পরিণত হয়েছে। একসময় ইছামতী নদী স্রোতস্বিনী ছিল। নদীটি অনেক বড় ছিল এবং গভীর ছিল। এখন আস্তে আস্তে ইছামতী নদীর তার জৌলুশ ও সৌন্দর্য হারাতে বসেছে। ছবিটি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আবদুল্লাহপুর এলাকা থেকে সম্প্রতি তোলাছবি: অলিউর রহমান ফিরোজ
২ / ৮
জারুল ফুলের মায়ায় সাজানো আকাশ, মেঘে মেঘে কেটে গেলেও ফুরায় না তার রূপ। ময়মনসিংহ থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আশিকুর রহমান মুরাদ
৩ / ৮
তালের শাঁস। এই গরমে অনেকে তৃপ্তি নিয়ে খায়। রংপুর চিড়িয়াখানার গেট, রংপুরছবি: মো. আইয়ুব আলী
৪ / ৮
নিজ গৃহের প্রয়োজনে ডালি তৈরি করছেন তিনি। ছবিটি নওগাঁ সদর উপজেলার হাপানিয়া থেকে সম্প্রতি তোলাছবি: ইউনুস আলী ফাইম
৫ / ৮
শ্রমের চাকা ঘূর্ণমান। রায়েরবাগ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মোহাম্মদ মেহেদী হাসান