পাঠকের ছবি

১ / ৬
সিডনির বিখ্যাত ডারলিং হারবার। ছবিটি ১০ নভেম্বর রাতে তোলা।
ছবি: মো. ইয়াকুব আলী
২ / ৬
বারান্দায় শোভা ছড়াচ্ছে ‘দোপাটি ফুল’। গ্রিন রোড, ঢাকা, ২১ নভেম্বর।
ছবি: প্রবীর পাল
৩ / ৬
কলমি ফুল। একেবারে মাইকের মতো দেখতে এই ফুল শীতের সকালে ভোর থেকে ফুটতে শুরু করে, আর তা থাকে দুপুর পর্যন্ত। কলমি ফুলের ইংরেজি নাম-Water Morning Glory ও বৈজ্ঞানিক নাম-Ipomoea aquatica। ছবিটি রাজধানীর মিরপুর কাজীপাড়া থেকে সম্প্রতি তোলা।
ছবি: মো. রায়হানুল হক
৪ / ৬
শীতের সকাল। আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ২২ নভেম্বর
ছবি: কামাল হোসেন
৫ / ৬
১৯৭১ সালের ২১ নভেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর হাত থেকে সিলেটের জকিগঞ্জকে মুক্ত করেন জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধারা। গৌরবোজ্জ্বল সেই দিবসকে স্মরণ করে ২১ নভেম্বর জকিগঞ্জ পৌর শহরে মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইনের আয়োজন করেছিল। শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন
ছবি: মো. আবীর আল নাহিয়ান
৬ / ৬
শীতের পূর্বাভাস দেখা দিয়েছে। তাই তো গ্রামগঞ্জে সাইকেলে ফেরি করে কম্বল বিক্রি করছেন মোবারক হোসেন। ছবিটি গতকাল মঙ্গলবার বগুড়ার সোনাতলার নামাজখালী গ্রাম থেকে তোলা
ছবি: সাজেদুর আবেদীন