ঢাকার সকাল

জাদুর শহর ঢাকা ক্ষণে ক্ষণে তার রূপ বদলায়। দিনের সাদাকালো শহর রাতে রঙিন হয়ে ওঠে বর্ণিল আলোয়। দিনের ব্যস্ততা চলে একেবারে ভোররাত পর্যন্ত। এরপর ভোরবেলা থেকে সকাল পর্যন্ত ঢাকা একটু যেন জিরিয়ে নেয়। শুধু তখনই তার স্নিগ্ধ রূপটা প্রকাশ পায়। সকালে চলে দিনের ব্যস্ততার প্রস্তুতি। ছবিতে দেখা নেওয়া যাক ঢাকার সকালের কিছু চিত্র। ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ১০
সাতসকালে শুরু হয় শ্রমজীবী মানুষের ব্যস্ততা
২ / ১০
বিলি করার জন্য ভাগ করা হচ্ছে পত্রিকা
৩ / ১০
দোকানে দোকানে পৌঁছে যাচ্ছে শিঙারা ও সমুচা
৪ / ১০
জীবিকার তাগিদে বেরিয়ে পড়েছেন পরোটা ও সুজিওয়ালা
৫ / ১০
সাতসকালেই গাছের তলা থেকে কুড়িয়ে পাওয়া যায় শিউলি
৬ / ১০
সকালেই বসে গেছে কাকেদের সভা
৭ / ১০
সকালবেলার শিউলিতলা
৮ / ১০
সকালবেলার মক্তবে মক্তবে চলে ধর্মীয় শিক্ষার পাঠ
৯ / ১০
রেস্তোরাঁয় ব্যস্ততা শুরু হয় সকাল থেকেই
১০ / ১০
ব্যস্ত চেনা রাস্তাগুলোর সকালবেলার অচেনা রূপ