পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
শিবজাল দিয়ে মাছ ধরতে ব‍্যস্ত দুই জেলে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ভেবলা গ্রামের হাসড়া বিল থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রাইসুল ইসলাম খোকন
২ / ৮
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় সায়েন্সল্যাব মোড় থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তা বন্ধ রেখে বিক্ষোভ করেন তাঁরা। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। নীলক্ষেত মোড়, ঢাকা, ২১ অক্টোবর
ছবি: বোরহান উদ্দিন
৩ / ৮
গহীনের সৌন্দর্য। রাতারগুল সোয়াম্প ফরেস্ট, সিলেট। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
৪ / ৮
ছবির মতো সুন্দর জায়গাটি। নিচে বহমান চাওয়াই নদ। নদের উৎপত্তিস্থল ভারতের জলপাইগুড়ি জেলা। মুক্তাঞ্চল পার্ক, অমরখানা, সদর উপজেলা, পঞ্চগড়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৫ / ৮
গোলপাতা দিয়ে তৈরি ক্যাফেটেরিয়া। খুলনা বিশ্ববিদ্যালয়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. শাহিন রেজা
৬ / ৮
বাংলাদেশের বসন্তকাল মানেই শিমুল ফুল। তখন পাখির চোখে দেশটাকে দেখলে মনে হয় কোনো নিপুণ এক শিল্পী তাঁর তুলির লাল লাল ছোপে পুরো দেশটা রাঙিয়ে তুলেছেন। অস্ট্রেলিয়ার বসন্তকাল মানেই জ্যাকারান্ডা ফুল। তখন পাখির চোখে দেশটা দেখায় বেগুনি রঙের। পাতাবিহীন গাছগুলো সামনে থেকে দেখলে মনে হয় কেউ যেন বেগুনি রঙের আগুন লাগিয়ে দিয়েছে। ছবিটা অস্ট্রেলিয়ার সিডনির বোটানি সাবার্ব থেকে ২২ অক্টোবর দুপুরে তোলা
ছবি: মো. ইয়াকুব আলী
৭ / ৮
ঢাকার অদূরে খালে নৌকা ডুবিয়ে রাখা হয়েছে। ভাকুর্তা, সাভার, ঢাকা, ২১ অক্টোবর
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৮ / ৮
হেমন্তের প্রকৃতিতে কুয়াশা আর বিন্দু বিন্দু শিশির কণা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: কারিমুল হাসান