পাঠকের ছবি

১ / ৮
মাঠে কৃষকের সংগ্রাম। গাইবান্ধা থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রুপক সাহা গৌরব
২ / ৮
লবণজাত ইলিশের আরেক নাম নোনা ইলিশ, যা ইলিশের শুঁটকি হিসেবেও পরিচিত। চট্টগ্রাম নগরীর চাক্তায় এলাকায় গড়ে উঠেছে নোনা ইলিশের গুদাম। এ গুদামে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। পরবর্তী সময়ে সংরক্ষণ করা এ নোনা ইলিশ পৌঁছে যাবে অগণিত শুঁটকি ব্যবসায়ীসহ নোনা ইলিশপ্রেমী বাঙালিদের কাছে। চাক্তায়, চট্টগ্রাম, ৫ আগস্ট
ছবি: তারানা তানজিনা মিতু
৩ / ৮
শ্রাবণের মুক্ত আকাশে একখণ্ড মেঘের এলোপাতাড়ি যাত্রা। নিচে সুজলা, সুফলা, অপরূপা বাংলার সবুজে মোড়ানো বিস্তৃত ফসলের মাঠ। ছবিটি সম্প্রতি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর গ্রাম থেকে তোলা
ছবি: মাহমুদুল হক হাসান
৪ / ৮
নদী একটি ছোট নাম কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে কত গভীরতা, যা পরোক্ষভাবে মানুষের জীবনে বিস্তার করে। সুখ-দুঃখ, হাসি-কান্না এক অমর গাঁথা বুকে নিয়ে নদ-নদী নিরন্তর ছুটে চলে উৎস থেকে মোহনাঅবধি। আমরা যদি সবাই মিলে একটু সচেতন হতে পারি, তাহলে নদীদূষণ থেকে নদীকে রক্ষা করতে পারব, যাতে আমাদের পরিবেশে অপরূপ মায়া সৃষ্টি করতে পারে
ছবি: সুদীপ্ত কুমার দত্ত
৫ / ৮
মেঘাচ্ছন্ন পদ্মা নদী। নড়িয়া, শরীয়তপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: খালেদ মাহমুদ ইমরান
৬ / ৮
হালকা বৃষ্টিতেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তাগুলো পানিতে তলিয়ে যায়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক ও আবাসিকে যাতায়াত বিঘ্নিত হচ্ছে। পানি জমে থাকায় মশার প্রকোপও বৃদ্ধি পাচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ৬ আগস্ট
ছবি: কামরুল হাসান
৭ / ৮
সারি সারি কার্গো পণ্য ডেলিভারির অপেক্ষায়। চিটাগং রোড়, নারায়ণগঞ্জ, ৫ আগস্ট
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৮ / ৮
গোধূলি সন্ধ্যায় সূর্য যখন ডুবে যাওয়ার অবস্থা, তখন একদল শিশু-কিশোর মাটির ঢিবির ওপর দাঁড়িয়ে সূর্যকে বিদায় জানানোর চেষ্টা। মধুমতী নদীর পাড়, বড়ফা, গোপালগঞ্জ সদর
ছবি: শেখ আব্দুল্লাহ