নদী একটি ছোট নাম কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে কত গভীরতা, যা পরোক্ষভাবে মানুষের জীবনে বিস্তার করে। সুখ-দুঃখ, হাসি-কান্না এক অমর গাঁথা বুকে নিয়ে নদ-নদী নিরন্তর ছুটে চলে উৎস থেকে মোহনাঅবধি। আমরা যদি সবাই মিলে একটু সচেতন হতে পারি, তাহলে নদীদূষণ থেকে নদীকে রক্ষা করতে পারব, যাতে আমাদের পরিবেশে অপরূপ মায়া সৃষ্টি করতে পারেছবি: সুদীপ্ত কুমার দত্ত