একসময় গ্রামের একটা পরিবারকে পরিমাপ করা হতো সেই পরিবারের গোয়ালঘরে কয়টা গরু আছে, উঠানে খড়ের পালা (গাদা) কত বড় আর পুকুর আছে কি না তার ওপর ভিত্তি করে! গ্রামে পুকুরে মাছ শিকার করছেন একজন শিক্ষক। ছবিটি নওগাঁ জেলার মান্দা উপজেলার কালীনগর গ্রাম থেকে সম্প্রতি তোলাছবি: মো. আইয়ুব আলী