পাঠকের ছবি (৫–০২–২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৬
নীলফামারীর সৈয়দপুরে স্টেশন রোডে ঐতিহাসিক চিনি মসজিদ। মসজিদটি মোগল স্থাপত্যশৈলী অনুসরণ করে নির্মাণ করা হয়েছে। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রুদ্র মুহাম্মদ আনারুল
২ / ৬
ঐতিহ্যবাহী কাঁসার থালা আর বাহারি ভর্তা প্ল্যাটারের নান্দনিক উপস্থাপনা। ছবিটি কক্সবাজার থেকে সম্প্রতি তোলা
ছবি: সাকিব হাসান
৩ / ৬
চা। শ্রীমঙ্গল, মৌলভীবাজার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মদ মেহেদী হাসান
৪ / ৬
ঘোলাটে নদীযাত্রা। বুড়িগঙ্গা, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৫ / ৬
ভবদহ যশোরের পূর্বাঞ্চলের মানুষের মরণফাঁদে পরিণত হয়েছে। ভবদহ সংস্কার না হওয়ার কারণে প্রতিবছর ৭-৮ মাস এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। যে কারণে এলাকার গরু-ছাগল, শিশু–বয়স্ক মানুষ পানিবাহিত রোগসহ বিভিন্ন সমস্যায় ভুগছে
ছবি: সাহাবুদ্দিন
৬ / ৬
একসময় গ্রামের একটা পরিবারকে পরিমাপ করা হতো সেই পরিবারের গোয়ালঘরে কয়টা গরু আছে, উঠানে খড়ের পালা (গাদা) কত বড় আর পুকুর আছে কি না তার ওপর ভিত্তি করে! গ্রামে পুকুরে মাছ শিকার করছেন একজন শিক্ষক। ছবিটি নওগাঁ জেলার মান্দা উপজেলার কালীনগর গ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. আইয়ুব আলী