এটা কোনো নদী বা হাওরের দৃশ্য নয়। রাস্তার দুই পাশেই কিন্তু ফসলি জমি, ধানখেত। হঠাৎ করে বন্যায় তলিয়ে চারপাশের দৃশ্যটি এ রকম পানিতে রূপ নিয়েছে। যেদিকে তাকানো যায়, শুধু পানি আর পানি। আশেপাশে গ্রামের মেঠোপথগুলোও পানির নিচে। ছবিটি সম্প্রতি মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের পঞ্চানন্দপুর গ্রাম থেকে তোলাছবি: জীবন পাল