পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
জাপানের একটি  স্কুলে চলছে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। কাইচি প্রাথমিক বিদ্যালয়, মাতসুমোতো, জাপান। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রমন কুমার বিশ্বাস
২ / ৮
ডাস্টবিনের ময়লা নিচ্ছেন পরিচ্ছন্নতাকর্মী। বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা, ২৮ আগস্ট
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৩ / ৮
চিরায়ত বাংলার হারানো ঐতিহ্য পালতোলা নৌকা এখনো মাঝেমধ্যে দেখা যায় তুরাগ নদীতে। ইঞ্জিনচালিত নৌকার দৌরাত্ম্যে পালতোলা নৌকা আজকাল দেখাই যায় না। ব্যস্ত রাজধানীর না দেখা এ দৃশ্য সত্যিই চোখ জুড়ায়। ছবিটি সম্প্রতি তোলা। তুরাগ নদী, বেড়িবাঁধ এলাকা, মিরপুর
ছবি: মো. রায়হানুল হক
৪ / ৮
ভ্রমণপিপাসুদের জন্য বিখ্যাত থাইল্যান্ডের কারাবি শহর। কারাবি শহরের একটি বিনোদন পার্কে এভাবেই দর্শনার্থীরা আনন্দে মেতে উঠেছিলেন হাতির সঙ্গে। কারাবি, থাইল্যান্ড, ২৫ আগস্ট
ছবি: মেজবাহ উদ্দিন আহমদ
৫ / ৮
সামনে রবি ফসলের মৌসুম। জমিতে হাল চাষ শুরু হবে। গোখাদ্যের সংকট যেন না হয়। তাই কৃষক খড় ক্রয় করেছেন। খড় ঘোড়ার গাড়ি দিয়ে পরিবহন করে বাড়ি নিয়ে যাচ্ছেন। সানাকৈর, সরিষাবাড়ী উপজেলা, জামালপুর। সম্প্রতি ছবিটি তোলা হয়
ছবি: মুন্সী শফিকুল ইসলাম
৬ / ৮
এটা কোনো নদী বা হাওরের দৃশ্য নয়। রাস্তার দুই পাশেই কিন্তু ফসলি জমি, ধানখেত। হঠাৎ করে বন্যায় তলিয়ে চারপাশের দৃশ্যটি এ রকম পানিতে রূপ নিয়েছে। যেদিকে তাকানো যায়, শুধু পানি আর পানি। আশেপাশে গ্রামের মেঠোপথগুলোও পানির নিচে। ছবিটি সম্প্রতি মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের পঞ্চানন্দপুর গ্রাম থেকে তোলা
ছবি: জীবন পাল
৭ / ৮
পুরনো জুতা-স্যান্ডেল মেরামত করে রং মাখিয়ে চাকচিক্য সৃষ্টি করাই মুচির অন্যতম কাজ। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৮ / ৮
পুকুরে ছিপ দিয়ে মাছ ধরছেন তাঁরা। হুগলি পাড়া এলাকা, পার্বতীপুর উপজেলা, দিনাজপুর, ৩০ আগস্ট
ছবি: মো. আইয়ুব আলী