গভীর সমুদ্রে পাথরের মধ্যে প্রাণ জেগে উঠেছে মনের আনন্দে আর তার সামনেই জীবিকার তাগিদে নৌকা চালায় এই পৃথিবীর মানুষ। পেছনে অসীম আকাশ সবকিছুর সাক্ষী হয়ে আগলে রেখেছে উদারতা আর ভালোবাসা দিয়ে। জেমস বন্ড আইল্যান্ড, ফুকেট, থাইল্যান্ড, ১৪ সেপ্টেম্বরছবি: মায়া আলমগীর