পাঠকের ছবি

১ / ৬
বাবার অসুস্থতার পর থেকে আর স্কুলে ফেরা হয়নি রোহানের। বাবার সামর্থ্য নেই নিজেদের পৈতৃকসূত্রে পাওয়া জমিগুলো চাষাবাদ করতে কোনো শ্রমিক নেওয়ার। তাই তো বাবার কাজ এগিয়ে দিতে নিজেই নেমে পড়েছে সে। ছবিটি সম্প্রতি তোলা হয়েছে বগুড়ার গাবতলী উপজেলার একটি গ্রাম থেকে
ছবি: মাহতাব আজমাঈন রিয়াদ
২ / ৬
বাংলাদেশে মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন ‘সুরা মসজিদ’। দেশের উত্তরের জেলা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বর থেকে তিন কিলোমিটার পশ্চিমে হিলি-ঘোড়াঘাট সড়ক ধরে চৌগাছা এলাকায় গেলেই দেখা মিলবে সুরা মসজিদের। মসজিদটি সুলতানি আমলে (১৪৯৩-১৫১৮) খ্রিষ্টাব্দে নির্মিত বলে ধারণা করা হয়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৩ / ৬
গভীর সমুদ্রে পাথরের মধ্যে প্রাণ জেগে উঠেছে মনের আনন্দে আর তার সামনেই জীবিকার তাগিদে নৌকা চালায় এই পৃথিবীর মানুষ। পেছনে অসীম আকাশ সবকিছুর সাক্ষী হয়ে আগলে রেখেছে উদারতা আর ভালোবাসা দিয়ে। জেমস বন্ড আইল্যান্ড, ফুকেট, থাইল্যান্ড, ১৪ সেপ্টেম্বর
ছবি: মায়া আলমগীর
৪ / ৬
অস্ট্রেলিয়ায় বিভিন্ন বাস এবং ট্রেন স্টেশনে আদিবাসীরা তাদের ঐতিহ্য এবং কৃষ্টির নিয়মিত পরিবেশনা করে থাকেন। সেখানে সরাসরি চলে তাঁদের বাদ্যবাজনা এবং নাচ। পাশাপাশি প্রদর্শন করা হয় তাঁদের বিভিন্ন রকমের জিনিসপত্র। ছবিটি সম্প্রতি সিডনির সার্কুলার কিয়ে স্টেশন থেকে তোলা
ছবি: মো. ইয়াকুব আলী
৫ / ৬
মনে হচ্ছে সাগরের স্বচ্ছ নীল পানির দ্বারা দ্বীপের মতো বেষ্টিত আছে সবুজ গ্রাম। আর নীলাকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ। ছবিটি টাঙ্গুয়ার হাওরের লামা গাঁও থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৬ / ৬
সারা দিনের সব ক্লান্তি নিয়ে পশ্চিমের আকাশে ডুবে যাচ্ছে দিনের তেজস্বী সূর্য। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে থেকে সম্প্রতি তোলা
ছবি: তানজিদ শুভ্র