পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
পার হয়ে যায় গরু পার হয় গাড়ি। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর-পশ্চিম চরকাচিয়ার পানির ঘাট এলাকা থেকে ছবিটি ১১ মে তোলা।
ছবি: জিহাদ হোসেন রাহাত
২ / ৯
তাপপ্রবাহে নদীর বুকে উল্লাসে মেতে উঠেছে প্রাণবন্ত শৈশব। ছবিটি গত শনিবার (২৫ মে) কুড়িগ্রামে ধরলা নদীর পাড়ে মোগলবাসা এলাকা থেকে তোলা হয়েছে।
ছবি: এস এস সি এম আবদুস সামাদ
৩ / ৯
সারা দিনে প্রায় ৩০০ থেকে ৪০০ মানুষের আনাগোনা থাকে আঁকাবাঁকা রাস্তার মাঝখানে থাকা সবুজে ঘেরা এই চায়ের দোকানে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত মানুষের সমাগম থাকে সাদ্দামের এই দোকানে। সপ্তাহের ছুটির দুই দিনে প্রায় ৫০০ পর্যটকদের আসা-যাওয়া থাকলেও অন্য দিনগুলোতে ভিড় থাকে স্থানীয় লোকজনের। স্থানীয় লোকজনের ভাষ্যমতে, বাইরের মানুষের আসা-যাওয়া, ওঠাবসা ও আড্ডার কারণে ভালোমন্দ অনেক বিষয় স্থানীয় লোকজনেরা জানতে পারেন, শিখতে পারেন। লাউয়াছড়ার পার্শ্ববর্তী পিচের মুখ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৬ মে।
ছবি: জীবন পাল
৪ / ৯
উদীচী, ফ্রান্স সংসদের নববর্ষ বরণ অনুষ্ঠানে নৃত্যে। প্যারিস, ফ্রান্স, ২১ মে।
ছবি: অনুপম বড়ুয়া টিপু
৫ / ৯
ভ্যাপসা গরম। নেই স্বস্তির বৃষ্টি। মেঘলা আকাশ বন্দী করেছে ভোরের কিরণ। বরেন্দ্রভূমি, নওগাঁ, ২৬ মে।
ছবি: রুবাইত হাসান
৬ / ৯
গোলাপি নয়নতারা। শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা, ২৬ মে।
ছবি: এস এম এম মুসাব্বির উদ্দিন
৭ / ৯
ধান কাটার ফাঁকে শ্রমিকেরা সেরে নিচ্ছেন নাশতা। ছবিটি সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর উপজেলার রামনগর এলাকা থেকে তোলা।
ছবি: সবুজ সরকার
৮ / ৯
লাল চিহ্নিত অংশ মাছের অভয়ারণ্য। এখানে মাছ শিকার বারণ। দেশের সব অঞ্চলে অভয়ারণ্য থাকলে ভালো হতো। কোটালীপাড়া, গোপালগঞ্জ, ২৫ মে।
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৯ / ৯
অনিন্দ্য সুন্দর নাগলিঙ্গম। সম্প্রতি রাজধানীর মিরপুর বোটানিক্যাল গার্ডেন থেকে তোলা।
ছবি: শাহানাজ বীথি