সারা দিনে প্রায় ৩০০ থেকে ৪০০ মানুষের আনাগোনা থাকে আঁকাবাঁকা রাস্তার মাঝখানে থাকা সবুজে ঘেরা এই চায়ের দোকানে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত মানুষের সমাগম থাকে সাদ্দামের এই দোকানে। সপ্তাহের ছুটির দুই দিনে প্রায় ৫০০ পর্যটকদের আসা-যাওয়া থাকলেও অন্য দিনগুলোতে ভিড় থাকে স্থানীয় লোকজনের। স্থানীয় লোকজনের ভাষ্যমতে, বাইরের মানুষের আসা-যাওয়া, ওঠাবসা ও আড্ডার কারণে ভালোমন্দ অনেক বিষয় স্থানীয় লোকজনেরা জানতে পারেন, শিখতে পারেন। লাউয়াছড়ার পার্শ্ববর্তী পিচের মুখ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৬ মে।ছবি: জীবন পাল