পাঠকের ছবি (২১-১২-২০২৪)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
শীতের সন্ধ্যায় পাড়াপড়শি মিলে বনভোজনের আনন্দে মেতে উঠেছে। শিরগ্রাম, আলফাডাঙ্গা, ফরিদপুর, ১৮ ডিসেম্বর
ছবি: বিপ্লব সাহা মুন্না
২ / ৯
ডিসেম্বরের শীতের আবহে গ্রামে চলছে মুলা সবজি উত্তোলন। ছায়কোট, চান্দিনা, কুমিল্লা
ছবি: মো. সাঈদ আহমেদ রিফাত
৩ / ৯
ডিজিটাল তথ্যপ্রযুক্তির দাপটে হারিয়ে যাচ্ছে ডাকঘরের ডাকবক্স। এখন আর আগের মতো ডাক অফিসে লোকজনের আনাগোনা দেখা যায় না। ফলে ব্যক্তিগত চিঠির গুরুত্ব অনেক  কমে গেছে। সেই সঙ্গে এলাকার ডাকঘর থেকে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স। ডেপুটি পোস্টমাস্টার এর কার্যালয়, বান্দরবান সদর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৪ / ৯
গোধূলির বিষণ্নতা। তালতলা, ব্রাহ্মণবাড়িয়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি : রবিউন নাহার তমা
৫ / ৯
শীতের সকালে মহাজনের সবজির মাঠে নিড়ানি দিয়ে আগাছা দূর করছেন দুই দিনমজুর মতিয়ার ও কালাম। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: এ টি এম মাহফুজ
৬ / ৯
খেত থেকে তোলা সবজি পানিতে পরিষ্কার করা হচ্ছে। ছায়কোট, চান্দিনা, কুমিল্লা
ছবি: মো. সাঈদ আহমেদ রিফাত
৭ / ৯
জীবন ও জীবিকার গল্প। নিউমার্কেট, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি : রবিউন নাহার তমা
৮ / ৯
চাঁদের আলোয় নাগরিক শহর। আলুটিলা পর্যটন কেন্দ্র, খাগড়াছড়ি, ১৭ ডিসেম্বর
ছবি: মো. মুস্তাফিজ রহমান
৯ / ৯
সন্ধ্যা নামছে হুগলি নদীর আকাশে। পাশেই দৃষ্টিনন্দন বিদ্যাসাগর সেতু। ভ্রমণবিলাসীদের জন্য নৌকা সাজিয়ে রেখেছে মাঝি। প্রিন্সেপ ঘাট, কলকাতা, ভারত। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ফাত্তাহ তানভীর রানা