এভাবেই দল বেঁধে ঠেলাগাড়ি ঠেলে বহু মাইল দূর থেকে হেঁটে শহরের আড়তে আসে তারা। যাদের প্রতিদিনের কাজ এটি। ঠেলাগাড়ির মধ্যে থাকে লেবু, আনারস, কলাসহ পাহাড়ি বাগানে ফলানো ফল। এখন কাঁঠালের মৌসুম হওয়ায় গাড়িতে কাঁঠাল নিয়েও আসতে দেখা যায়। তবে তাদের ঠেলাগাড়িতে করে লেবু ও আনারস নিয়ে এই রাস্তা দিয়ে এভাবে চলাচল করাটা নিত্যদিনের। ভোরের আলো ওঠার আগেই মালামাল গাড়িতে তুলে শহরের উদ্দেশে হাঁটা শুরু করে তারা, যাতে সকালের হাটে মালামাল ভালো দামে বিক্রি করতে পারে। তারপর নাশতা করে অটো বা রিকশার সঙ্গে ঠেলাগাড়ি বেঁধে বা ওপরে তুলে বাড়িতে ফেরে তারা। সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফুলছড়া চা–বাগান এলাকা থেকে ছবিটি তোলা।ছবি: জীবন পাল