পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ১০
বর্ষার নতুন পানিতে জাল দিয়ে মাছ ধরছেন দুই ব্যক্তি। পাশে নৌকায় বসে আছে এক শিশু। গঙ্গাচড়া উপজেলা, রংপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নিকিতা নুসরাত পরমা
২ / ১০
দুই যুগের বেশি সময় ধরে নানা চড়াই–উতরাই পেরিয়ে প্রয়াত জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন ধারণ করে সাফল্যের সঙ্গে ২৭তম বর্ষে পদার্পণ করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়। বাদামতলা, গণ বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা
ছবি: তাহমিদ হাসান
৩ / ১০
জীবিকার কাছে হার মানে প্রকৃতির রুদ্র রূপ। রোদ–ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ছুটে চলে অজানা গন্তব্যে। উদ্দেশ্য একটাই, প্রিয়জনের মুখে হাসি ফোটানো। শেরেবাংলানগর, ঢাকা, ১৫ জুলাই
ছবি: মেসবাহ উদ্দিন আহমদ
৪ / ১০
বর্ষার গোধূলি আকাশ...মিয়া বাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা, ১৪ জুলাই
ছবি: মো. সাঈদ আহমেদ রিফাত
৫ / ১০
এবার জমবে আড্ডা চায়ের কাপে! বাঙালির চা খাওয়ার অভ্যাস বেশ পুরোনো। চায়ের প্রতিটি কাপের সঙ্গেই মিশে থাকে নানা গল্প। চা ছাড়া অনেকেরই দিনটা অসম্পূর্ণ থেকে যায়। কাউন্দিয়া, সাভার উপজেলা, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৬ / ১০
বেসরকারি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের খাদ্য প্রকৌশল ও পুষ্টিবিজ্ঞান বিভাগের ফল ২০২৪ সেশনের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় গত ১৪ জুলাই। ছবিটি তোলা হয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পূর্বাচলস্থ স্থায়ী ক্যাম্পাস থেকে
ছবি: মো. বিল্লাল হোসেন
৭ / ১০
গ্রামীণ পথের ধারে বিশাল বটগাছের নিচের দোকানে বসে গল্পে মশগুল স্থানীয় লোকজন। দক্ষিণ কোলকোন্দ, গঙ্গাচড়া উপজেলা, রংপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নিকিতা নুসরাত পরমা
৮ / ১০
বর্ষায় হাওরাঞ্চলের একমাত্র যাতায়াতব্যবস্থা নৌকায় চলাচল। ভাটি গাংগাটিয়া, গুণধর, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ইলিয়াছ সোহাগ
৯ / ১০
এভাবেই দল বেঁধে ঠেলাগাড়ি ঠেলে বহু মাইল দূর থেকে হেঁটে শহরের আড়তে আসে তারা। যাদের প্রতিদিনের কাজ এটি। ঠেলাগাড়ির মধ্যে থাকে লেবু, আনারস, কলাসহ পাহাড়ি বাগানে ফলানো ফল। এখন কাঁঠালের মৌসুম হওয়ায় গাড়িতে কাঁঠাল নিয়েও আসতে দেখা যায়। তবে তাদের ঠেলাগাড়িতে করে লেবু ও আনারস নিয়ে এই রাস্তা দিয়ে এভাবে চলাচল করাটা নিত্যদিনের। ভোরের আলো ওঠার আগেই মালামাল গাড়িতে তুলে শহরের উদ্দেশে হাঁটা শুরু করে তারা, যাতে সকালের হাটে মালামাল ভালো দামে বিক্রি করতে পারে। তারপর নাশতা করে অটো বা রিকশার সঙ্গে ঠেলাগাড়ি বেঁধে বা ওপরে তুলে বাড়িতে ফেরে তারা। সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফুলছড়া চা–বাগান এলাকা থেকে ছবিটি তোলা।
ছবি: জীবন পাল
১০ / ১০
উদাস বিকেলে এমন সোনালি আভা চুষে নেয় সব অন্যমনস্কতা। মেঘনা নদীর তীর, হাজীর হাট ল্যান্ডিং স্টেশন, মনপুরা উপজেলা, ভোলা, ১৫ জুলাই
ছবি: সীমান্ত হেলাল