খেলার মাঠটিতে আগের মতো শোনা যায় না হইহুল্লোড়ের আওয়াজ, তবুও পড়ন্ত এই বিকেল ফিরিয়ে নেয় শৈশবে। দিন শেষে হেরে যাওয়া এ বাস্তবতার ভিড়েও ধ্বনি বেজে ওঠে, ‘স্বপ্ন ছুটুক ছয়ের রূপে’। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, কাঞ্চন, ঢাকা, ১৮ নভেম্বরছবি: আহম্মেদ ইশতিয়াক মাহিন