পাঠকের ছবি

১ / ৬
বেগুনি মৌটুসি
ছবি: সামিউল আহসান
২ / ৬
ফুলটির আদি নিবাস দক্ষিণ আমেরিকায়। পর্তুগিজরা বাগানের সৌন্দর্যবর্ধনের জন্য ভারত উপমহাদেশের বর্তমান রাজ্য গোয়া এলাকায় এ ফুলগাছ রোপণ করে। এরপর দ্রুতই সমগ্র দক্ষিণ এশিয়ায় এর বিস্তার ঘটে। বর্ণময় এ ফুলের নাম ল্যানটানা। বাংলায় একে ‘পুটুস’, ‘ছত্রা’ বা ‘ভূতভৈরবী’। কসবা-ত্রিপুরা সীমান্ত। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: রবিউন নাহার তমা
৩ / ৬
এপ্রিলের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে যেন পাখিটির ক্ষণিক বিশ্রাম। উত্তরা, ঢাকা, বাংলাদেশ। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: মৌসুমী ভৌমিক
৪ / ৬
গো–বক। ছবিটি গত বছরের সেপ্টেম্বরে তোলা।
ছবি: সামিউল আহসান
৫ / ৬
তীব্র গরমে হঠাৎ প্রশান্তির মেঘ আকাশে। রাজশাহী, ২৬ এপ্রিল।
ছবি: ইদুল হাসান ফারহান
৬ / ৬
চলছে ঈদের ছুটি। স্কুল বন্ধ। তাই মার্বেল খেলে সময় পার করছে শিশুরা। ছবিটি সাতক্ষীরা সদরের চুপড়িয়া গ্রাম থেকে ২৬ এপ্রিল তোলা।
ছবি: মুতাছিম বিল্লাহ

**নাগরিক সংবাদে লেখা ও ছবি পাঠাতে পারেন [email protected]