পাঠকের ছবি (৩ আগস্ট ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
নীরব নদীতে ভেসে চলা নৌকা, দূর থেকে যেন এক শান্তির ছবি। কালী নদী, শৈলকুপা, ঝিনাইদহ
ছবি: শেখ সুলতানা সুখী
২ / ৭
ইট–পাথরের শহরের বন্দী জীবনে একটু বৃষ্টির পানি পেয়ে আনন্দে মেতে উঠেছে শিশুরা। ছবিটি পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: সাকিব হাসান
৩ / ৭
পানি, ফসলি মাঠ, উপাসনালয়। দিয়াবাড়ি, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. তাহাজ্জদ হোসেন
৪ / ৭
বৃষ্টিতে রাজু ভাস্কর্য। ঢাকা বিশ্ববিদ্যালয়, ১ আগস্ট
ছবি: নুসরাত রুষা
৫ / ৭
এমন দৃশ্য শুধু বর্ষার প্রকৃতিতেই মেলে। আকাশজুড়ে এই মেঘ এই বৃষ্টি। নয়নাভিরাম প্রকৃতির এই ছবি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা থেকে সম্প্রতি তোলা
ছবি: অলিউর রহমান ফিরোজ
৬ / ৭
সন্ধ্যার ছোঁয়ায় বন্দরে জাহাজের সারি, প্রকৃতির রঙে শান্তির আহ্বান। ছবিটি সম্প্রতি চট্টগ্রামের পতেঙ্গা থেকে তোলা
ছবি: সূর্য দাস
৭ / ৭
বিস্তীর্ণ সমতলভূমির শেষ প্রান্তে ভারতের মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়ের মিলনস্থল। দৃষ্টিনন্দন জায়গাটি ভারত-বাংলাদেশের নোম্যান্স ল্যান্ডে অবস্থিত। পাঁচগাও, কলমাকান্দা উপজেলা, নেত্রকোনা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক