পাঠকের ছবি

১ / ৭
এ যেন এক সর্গীয় দর্শন। সীমান্তের বাধা সে মানে না, স্বদেশ-বিদেশ জানে না। সুযোগ পেলেই সীমান্ত পেরিয়ে উঁকি দেয়। শূন্য ওই আকাশকে তার রূপের চাদরে মুড়ে নেয়। মন খুলে বলতে ইচ্ছে করে—আজি বহিছে বাতাস, মুক্ত আকাশ সোনার ফসলে খুশি কিষান, দেখ সেই খুশিতে কাঞ্চনজঙ্ঘা হয়েছে উদীয়মান। পঞ্চগড়, ১৬ নভেম্বর ​​​​​​​​
ছবি: জাহিদ হাসান
২ / ৭
‘সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল; পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল।’ মিন্টো সাবার্ব, সিডনি, অস্ট্রেলিয়া, ১২ নভেম্বর
ছবি: মো. ইয়াকুব আলী।
৩ / ৭
আবহাওয়ার সঙ্গে সঙ্গে মনও বদলায় কর্ণফুলী নদীর পাড়ে। ঘূর্ণিঝড় মিধিলির ঠান্ডা আবহাওয়াও দমিয়ে রাখতে পারেনি এই স্বাধীন শিশুদের সাঁতারু মন। অভয়মিত্র ঘাট, কর্ণফুলী নদী, চট্টগ্রাম, ১৬ নভেম্বর
ছবি: তারানা তানজিনা মিতু
৪ / ৭
যশোরের প্রত্যন্ত গ্রামের বৃদ্ধ আনোয়ার হোসেন খেজুরের রস থেকে গুড় উৎপাদন করে জীবিকা নির্বাহ করেন। শীতের সকালবেলা তাঁর কাজ করার পাশাপাশি পৌত্রী আকলিমাকে (প্রাক্‌-প্রাথমিক) পড়াশোনার বিষয়টিও দেখিয়ে দিচ্ছেন। শিশুদের শিক্ষার অধিকার বাস্তবায়নের প্রচেষ্টার দৃশ্য ফুটে উঠেছে। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আব্দুল্লাহ আল মাহ্ফুজ
৫ / ৭
আনারস মাখানো। মিরপুর ২, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সুমি খাতুন
৬ / ৭
হেমন্তের সন্ধ্যা। সোহাগী, ঈশ্বরগঞ্জ উপজেলা, ময়মনসিংহ, ১০ নভেম্বর
ছবি: কামাল হোসেন
৭ / ৭
কাঞ্চনজঙ্ঘা হয়েছে উদীয়মান। এ যেন এক সর্গীয় দর্শন। পঞ্চগড়, ১৬ নভেম্বর
ছবি: জাহিদ হাসান