পাঠকের ছবি

১ / ৮
সকালে মাঠে ধান মাড়াই করছেন এই দম্পতি। তাঁদের দুই পাশে ধানের ওপর ও বাঁশে বসে আছে দুটি ফিঙে। কৈখালী, শ্যামনগর, সাতক্ষীরা, ২ জানুয়ারি
ছবি: মো. ফরহাদুজ্জামান
২ / ৮
জৈব জ্বালানি। তেঁতুলিয়া নদীর তীর, গঙ্গাপুর ইউনিয়ন, বোরহানউদ্দিন উপজেলা, ভোলা। ২ জানুয়ারি
ছবি: মোবাশ্বির হাসান শিপন
৩ / ৮
বিশাল সমুদ্র বঙ্গোপসাগর। এর মধ্যে জেগে ওঠা শত বছরের পুরোনো দ্বীপ কুতুবদিয়া। শীতের দিনে সমুদ্রে ভাটা পড়ে যাওয়ায় বালুর চরগুলো জেগে ওঠে। মাঝেমধ্যে পানির কাছাকাছি উড়তে দেখা যায় সাদা গাঙচিল। এসব পাখি দেখতে এখানে আসেন পর্যটকেরাও। শেষ বিকেলে দেখা যায় লাল বর্ণের সূর্যাস্ত। শীতের এই পড়ন্ত বিকেলে শিশু-কিশোরেরা মাঠে ফুটবল খেলছে মনের আনন্দে। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মাদ সাকিব
৪ / ৮
যত্রতত্র রাখা নির্মাণসামগ্রী, নির্মাণকাজ আর দর্শনার্থীদের চোখে পড়ছে। এখনো পথঘাট ভালো হয়ে ওঠেনি, তবুও মানুষের আস্থা আর মাথাগোঁজার আশ্রয় খোঁজার চেষ্টা। শহরতলির এ অংশে ছিল জলাভূমি আর কৃষি ক্ষেত্র। এই অপরিকল্পিত নগরায়ণ নাগরিকদের জন্য কতটা ফলপ্রসূ হবে, তা সময়ই বলে দেবে। কাওলা, ঢাকা, ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৫ / ৮
বৈকালিক মুহূর্ত। পাটুয়ার টেক, কক্সবাজার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রাজীব ধর রাজ
৬ / ৮
গোধুলিবেলা। তেঁতুলিয়া নদীর তীর, গঙ্গাপুর ইউনিয়ন, বোরহানউদ্দিন উপজেলা, ভোলা, ২ জানুয়ারি
ছবি: মোবাশ্বির হাসান শিপন
৭ / ৮
ইংরেজি নববর্ষের প্রথম দিনে রাজধানীর মিরপুরের ন্যাশনাল (সকাল-বিকেল) সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসব উদ্‌যাপিত হয়। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বইয়ের ঘ্রাণে আর উল্লাসে মেতে উঠেছে খুদে শিক্ষার্থীরা। ন্যাশনাল (সকাল-বিকাল) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, মিরপুর-২, ঢাকা, ১ জানুয়ারি
ছবি: মো. রায়হানুল হক
৮ / ৮
বঙ্গোপসাগরের মাঝে জেগে ওঠা পুরোনো দ্বীপ কুতুবদিয়া। সমুদ্রের ভাটার সময় শেষ বিকেলে লাল বর্ণের সূর্যাস্তে পর্যটকের আনাগোনা বেড়ে যায়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মাদ সাকিব