সড়কে চলতে চলতে এক বৃদ্ধ কী যেন কুলায় ঝাড়ছেন দেখতে পেলাম। কাছে গিয়ে দেখি, আড়তে গাড়িতে করে আসা ধান ওঠাতে যেয়ে রাস্তায় যা পড়েছে, তা তিনি কুড়িয়ে এনেছেন। সেই ধানই পরিষ্কার করে চলেছেন আপন মনে। এ ধানেই চলবে তাঁর আহার। ছবিটি মুন্সিগঞ্জের বিনোদপুরে ধানের পাইকারি মোকাম এলাকা থেকে সম্প্রতি তোলাছবি: অলিউর রহমান ফিরোজ