পাঠকের ছবি (৭ মে ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
জীবনের রূপ সরল। আমরা অহেতুক জটিল করে একটা অস্বস্তিকর জীবন পার করি। জীবনের সুখ ও স্বস্তি নিহিত রয়েছে সরলতায়। ছবিটি চট্টগ্রামের উদালিয়া চা–বাগান থেকে সম্প্রতি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
২ / ৮
বাংলাদেশের ‘দার্জিলিং’ বলা হয় নীলগিরিকে। সাদা মেঘের কালো ছায়া পড়েছে নিচে! ছবিটি সম্প্রতি তোলা। নীলগিরি, বান্দরবান
ছবি: মো. রায়হানুল হক
৩ / ৮
এ যেন মায়াবতী গ্রাম তার রূপের পসরা সাজিয়ে বসে আছে। প্রকৃতির এমন স্নিগ্ধ শোভা, নয়নজুড়ানো প্রকৃতি শুধু গ্রামেই মেলে। ছবিটি মুন্সিগঞ্জের সিরাজদিখানের জৈনসার গ্রামের
ছবি: মো. রাসেল ভূঁইয়া
৪ / ৮
সড়কে চলতে চলতে এক বৃদ্ধ কী যেন কুলায় ঝাড়ছেন দেখতে পেলাম। কাছে গিয়ে দেখি, আড়তে গাড়িতে করে আসা ধান ওঠাতে যেয়ে রাস্তায় যা পড়েছে, তা তিনি কুড়িয়ে এনেছেন। সেই ধানই পরিষ্কার করে চলেছেন আপন মনে। এ ধানেই চলবে তাঁর আহার। ছবিটি মুন্সিগঞ্জের বিনোদপুরে ধানের পাইকারি মোকাম এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: অলিউর রহমান ফিরোজ
৫ / ৮
কাঁঠাল আমাদের জাতীয় ফল। গ্রাম এলাকার প্রতিটি বাড়িতেই ঘরের সঙ্গে কাঁঠাল অথবা আমগাছ দেখতে পাওয়া যায়। পুষ্টিকর এই ফলের (কাঁঠাল) প্রায় সব অংশই ভক্ষণযোগ্য। ছবিটি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উদ্দমদী গ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম
৬ / ৮
দৃষ্টিনন্দন ট্রি হাউজ! মেঘলা, বান্দরবান। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৭ / ৮
সন্ধ্যা নেমেছে আরও আগে। পুকুরপাড়ে আরাম করে বসে আছে হাঁসগুলো। ঘরে ফেরার যেন কোনো তাড়া নেই। উপজেলা পরিষদ চত্বর, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম
৮ / ৮
কালচে সবুজ গাছে শ্বেতশুভ্র সাদা জবা। ফুলের পাপড়ির সংখ্যা মোট পাঁচটি। পাঁচ পাপড়িগুলো ওপরের দিক একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে লাগালাগিভাবে। ছবিটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন থেকে ৫ মে তোলা
ছবি: দীন মোহাম্মদ দীনু