চা মানে সজীবতা আর কাজের অনুপ্রেরণা। চায়ের কাপ নিয়ে চলে কত গল্প, বন্ধুদের জমাট আড্ডা আর স্মৃতিচারণা। চায়ের কাপ থেকেই হয় সম্পর্ক থেকে শুরু করে জীবনের নানা পরিবর্তন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৮ ব্যাচের ইফতার–পরবর্তী আড্ডায় তোলা ছবি। আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মিরপুর-১২, ঢাকা ২৮ মার্চ।ছবি: রবিউন নাহার তমা