পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
ইস্টারের ছুটিতে অনেক ধরনের উৎসবের আয়োজন করা হয়। এর মধ্যে ‘ইস্টার এগ হান্ট’ অন্যতম। অনেকেই নিজ বাড়ির আঙিনায় চকলেটের তৈরি ডিম লুকিয়ে বাচ্চাদের দিয়ে ‘ইস্টার এগ হান্ট’ করান। এতে বাচ্চারা হাসি–আনন্দে চমৎকার কিছু স্মৃতিময় সময় কাটায়। বাচ্চারা সবাই কোঁচড়ভর্তি করে ডিম কুড়ায়। সিডনির মিন্টো সাবার্বের একটি বাড়ির আঙিনায় ‘ইস্টার এগ হান্ট’ শেষে খুশি বাচ্চাদেরকে দেখা যাচ্ছে। ছবিটি ৩০ মার্চ দুপুরে তোলা
ছবি: মো. ইয়াকুব আলী
২ / ৭
ঝুঁকিপূর্ণ জেনেও রেললাইনের ওপরে দাঁড়িয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছে টমটমগুলো। যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। ছবিগুলো গতকাল শুক্রবার (২৯ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া সদর রেলগেট এলাকা থেকে তোলা।
ছবি: সূর্য দাস
৩ / ৭
চা মানে সজীবতা আর কাজের অনুপ্রেরণা। চায়ের কাপ নিয়ে চলে কত গল্প, বন্ধুদের জমাট আড্ডা আর স্মৃতিচারণা। চায়ের কাপ থেকেই হয় সম্পর্ক থেকে শুরু করে জীবনের নানা পরিবর্তন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৮ ব্যাচের ইফতার–পরবর্তী আড্ডায় তোলা ছবি। আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মিরপুর-১২, ঢাকা ২৮ মার্চ।
ছবি: রবিউন নাহার তমা
৪ / ৭
গ্রামীণ ঐতিহ্য সাপ্তাহিক হাটে বিকিকিনি। রামনাথ হাট, রুহিয়া, সদর উপজেলা, ঠাকুরগাঁও। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: আপেল মাহমুদ
৫ / ৭
লাউ ফুল বা কেউ বলে কদু ফুল। ছবিটি রাজধানীর মিরপুর কাজীপাড়া এলাকা থেকে সম্প্রতি তোলা।
ছবি: মো. রায়হানুল হক
৬ / ৭
ছোট শিশু নৌকার হাল ধরেছে। পদ্মা নদী, রাজশাহী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: কলি আক্তার মুন
৭ / ৭
গ্রামীণ ঐতিহ্য সাপ্তাহিক হাটে হলুদ বিক্রি করছেন এই নারী। রামনাথ হাট, রুহিয়া, সদর উপজেলা, ঠাকুরগাঁও। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আপেল মাহমুদ