পাঠকের ছবি

১ / ৬
সম্রাট শাহজাহানের অমর নির্দশন আগ্রার তাজমহল। এটি দেখার আগ্রহ অনেকের থাকলেও সাধ্য থাকে না...। সেটার আদলে নির্মিত হলেও এটি আগ্রার তাজমহলের মতো নয়, অনুকরণ করা হয়েছে মাত্র। তবে এই অনুকরণকৃত তাজমহলটি দেখতে উপচে পড়া ভিড় থাকে প্রায়ই। এটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। ঢাকা থেকে ১৫ কিলোমিটার পূর্বে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের পেরাব গ্রামে এটির অবস্থান। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মদ মহসীন
২ / ৬
একটু ঠান্ডাভাব আর সঙ্গে পিঠা। অন্য রকম আমেজ। শীত আসার আগেই রাজধানীর পথে পথে এখন পিঠার কারিগরেরা সাজিয়েছেন পসরা। তেলের পিঠা, ভাপা পিঠা আর সঙ্গে চিতই পিঠা, তার সঙ্গে নানা রকমের ভর্তা। মিরপুর-১, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
৩ / ৬
হেমন্ত এসেছে প্রকৃতিতে। কোথাওবা পাকা সোনালি ধান কাটা শুরু হয়েছে; আবার কোথাও কাটার অপেক্ষায়। কোনো কোনো জাতের ধান এখনো সবুজ থাকলেও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নে ব্রি ধান ৭৫ চাষকারীরা এখনই সোনালি ফসল ঘরে তুলতে পারছেন। ছবিটি ২২ অক্টোবর তোলা
ছবি: তানজিদ শুভ্র
৪ / ৬
ডিম ফুটে ছানা বের হওয়ার প্রক্রিয়ায় একটা মা মুরগি পার করে কঠিন সময়। তাই ছানাদের কখনোই কাছছাড়া করতে চায় না। বাচ্চাদের প্রতি মা মুরগির ভালোবাসা তাই আমাদের শিল্প সাহিত্যের অবিচ্ছেদ্য অংশ। কুষ্টিয়ার বাড়াদী গ্রামের মণ্ডলপাড়ায় রাস্তার ধারে মা মুরগি তার ছানাদের খাবার খুঁজে দিচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ইয়াকুব আলী
৫ / ৬
শেষ বিকেলের সৌন্দর্য। ছবিটি গত শনিবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে তোলা
ছবি: মো. তন্ময় হাসান সিয়াম
৬ / ৬
সন্ধ্যার আলোকসজ্জা। গুলশান-বনানী সংযোগ সেতু। বনানী ১১ নং ব্রিজ, ঢাকা
ছবি: মো: মাহমুদুল হাসান