পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে
১ / ৮
রমজানে ক্লাস চলমান রয়েছে মাধ্যমিক স্কুলে। ক্লাস শেষে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। কৈখালী, শ্যামনগর, সাতক্ষীরা, ২৪ মার্চছবি. মো. ফরহাদুজ্জামান
২ / ৮
সূর্যোদয়ের আগমুহূর্ত। বেড়িবাঁধ, আলেকজান্ডার উপজেলা, লক্ষ্মীপুর, ২৩ মার্চ।ছবি: মোহাম্মদ উল্লাহ
৩ / ৮
চলছে বসন্ত ঋতু। এই ঋতুতে গ্রামাঞ্চলের রাস্তার ধারে ফুটে থাকে চিরচেনা ভাটফুল। সাদা ও গোলাপী রঙের মিশ্রণযুক্ত ফুলগুলো সৌন্দর্যের পাশাপাশি মিষ্টি সুবাস ছড়াচ্ছে গ্রামের পথে প্রান্তরে। ছবিটি শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নের নয়ারাস্তা থেকে সম্প্রতি তোলাছবি: বিধান মজুমদার অনি
৪ / ৮
ধানখেতে ঘাস নিড়ানি শেষে বাড়ি ফিরছেন দুই নারীশ্রমিক। কৈখালী, শ্যামনগর, সাতক্ষীরা, ২৪ মার্চছবি. মো. ফরহাদুজ্জামান
৫ / ৮
জাদুর শহর রাজধানীর সুউচ্চ উড়ালসেতুকে পেছনে ফেলে ছুটে চলছে কু-ঝিক ঝিক রেলগাড়ি। ঢাকার কুড়িল থেকে ছবিটি ২১ মার্চ তোলা।ছবি: মো: হাসিবুল আলম অনিক
৬ / ৮
স্বাধীনতা সড়ক। মুজিবনগর আম্রকানন কমপ্লেক্স থেকে ভারতের সীমান্ত পর্যন্ত চলে গেছে সড়কটি। ভারতীয় সীমান্তের খুব কাছে থেকে ৭ মার্চ ছবিটি তোলাছবি: আবু আফজাল সালেহ
৭ / ৮
তরমুজখেতে কীটনাশক ও বালাইনাশক প্রয়োগ করছেন দুজন। কৈখালী, শ্যামনগর, সাতক্ষীরা, ২৪ মার্চ।ছবি.মো. ফরহাদুজ্জামান
৮ / ৮
ঝরে পড়া চন্দ্রমল্লিকা। তালাইমারী, কবি গোলাম মোস্তফা রোড, রাজশাহী। ছবিটি সম্প্রতি তোলাছবি : পৌষী শাহরিয়ার