কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর গ্রামে নিরালায় পড়ে আছে ইতিহাসবিজড়িত একটি বাংলো। শোনা যায়, আজ থেকে ২২৪ বছর আগে ইংরেজ ক্যাপ্টেন ‘হিরাম কক্স’ নির্মাণ করেছিলেন বাংলোটি। সে সময় বাড়িটি তৈরি করা হয়েছিল ইট, কংক্রিট ও টিনের ছাউনি দিয়ে। রামু উপজেলা, কক্সবাজার। ছবিটি সম্প্রতি তোলা।ছবি: মো. রায়হানুল হক