পাঠকের ছবি

১ / ৭
ঠেলাজাল নিয়ে মাছ শিকারে যাচ্ছেন এক কৃষিশ্রমিক। ঘুড়িদহ ইউনিয়ন, সাঘাটা উপজেলা, গাইবান্ধা। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: কাওছার আহাম্মেদ
২ / ৭
রাঙামাটি সদরের আসামবস্তি নতুন বাজারে নৌপথেই তাঁদের আসা–যাওয়া। ঘরের আঙিনায় লাগানো শাকসবজি, ফলমূল, তরিতরকারি বিক্রি করতে আনা হয় এই বাজারে। সেসব বেচা শেষে নিত্যপ্রয়োজনীয় সদাই কিনে নিজ ঘরে ফেরেন তাঁরা ডিঙিনৌকাতেই। ছবিটি রাঙামাটি সদরের আসামবস্তি নতুন বাজার ব্রাজিল ব্রিজ থেকে সম্প্রতি তোলা।
ছবি: অজয় মিত্র
৩ / ৭
কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর গ্রামে নিরালায় পড়ে আছে ইতিহাসবিজড়িত একটি বাংলো। শোনা যায়, আজ থেকে ২২৪ বছর আগে ইংরেজ ক্যাপ্টেন ‘হিরাম কক্স’ নির্মাণ করেছিলেন বাংলোটি। সে সময় বাড়িটি তৈরি করা হয়েছিল ইট, কংক্রিট ও টিনের ছাউনি দিয়ে। রামু উপজেলা, কক্সবাজার। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: মো. রায়হানুল হক
৪ / ৭
কলাগাছের ভেলায় চড়ে বিলের পানিতে জাল ফেলে চলে যান জেলে। গোধূলিলগ্নে মনের আনন্দে জাল থেকে জেলে তুলে নেন সেসব মাছ। ছবিটি সম্প্রতি ময়মনসিংহের ভালুকা উপজেলার ভাটি মেদুয়ারীর চিতরার বিল থেকে তোলা।
ছবি: সফিউল্লাহ লিটন
৫ / ৭
শান্ত হাওরের বুকে নীল আকাশে সাদা মেঘ এবং দুরে প্রায় অদৃশ্য গ্রাম। ছবিটি সুনামগঞ্জের মধ্যনগর থেকে সম্প্রতি তোলা।
ছবি: মো. মাহাবুবুর রহমান
৬ / ৭
রাঙামাটি সদরের আসামবস্তি নতুন বাজারে নৌপথেই আসা–যাওয়া পাহাড়িদের। নিত্যদিনের পণ্য বেচতে ও কিনতে তাঁরা এই নতুন বাজারেই আসেন। হ্রদে জল থাকলে এ দৃশ্য নিত্যদিনের। ছবিটি রাঙামাটি সদরের আসামবস্তি নতুন বাজার ব্রাজিল ব্রিজ থেকে সম্প্রতি তোলা।
ছবি: অজয় মিত্র
৭ / ৭
শরতের স্নিগ্ধ সন্ধ্যায় আকাশে ছুটে বেড়াচ্ছে এবড়োখেবড়ো মেঘ। আর তারই নিচে বিস্তৃত কাশবনজুড়ে নয়নাভিরাম কাশফুল শুভ্রতা বিলিয়ে হাওয়ায় দুলছে। ছবিটি সম্প্রতি রাজধানীর আফতাবনগরের জহুরুল ইসলাম সিটি এলাকা থেকে তোলা
ছবি: মাহমুদুল হক হাসান