পাঠকের ছবি

১ / ৭
ফুটপাতে দুটি শিশু সিগারেট ও পান বিক্রি করছে। বাংলাদেশে শিশুশ্রমের প্রতিচ্ছবি। কলাবাগান খেলার মাঠ এলাকা, ঢাকা, ১৬ সেপ্টেম্বর
ছবি: মো. বিল্লাল হোসেন
২ / ৭
শরতের শুভ্র মেঘের রথে ধূসর খামে তোমার নামে একখানা চিঠি পাঠালাম। চিঠির কোথাও কোনো কথা নেই। সর্বত্র প্রাণের সজীবতা, রং, রূপ ও স্নিগ্ধতার সমন্বয়ে আমার সহস্রাধিক অনুভূতি রয়েছে। মৃদুমন্দ বাতাসে কাশফুল যেভাবে দোল খায় কাশবনে, সেভাবে তুমি আমার হৃদয়ে দোলা দিয়েছ বারবার। এবার শিশিরভেজা দূর্বাঘাসের মতো আমার হৃদয়কে সুশীতল করে দাও। কথা দিলাম, আজি নীলাকাশের সাদা মেঘের ভেলায় তোমায় নিয়ে আমি বিলীন হব ওই মহাশূন্যতায়
ছবি: মুহম্মদ সজীব প্রধান
৩ / ৭
শেষ বিকেলের সূর্যালোকে চিকচিক করছে সবুজ ধানের খেত। একসময়ের ধুলা ওড়া গ্রামীণ রাস্তা এখন পিচঢালা আর দুই ধারে সারি সারি তালগাছ। ছবিটি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা থেকে সম্প্রতি তোলা
ছবি: তানজিদ শুভ্র
৪ / ৭
প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক দৃশ্য। ভ্রমণপিপাসুদের জন্য হরিণমারা ঝরনা একটি অপূর্ব সুন্দর ও রোমাঞ্চে ভরা জায়গা। বাওয়াছড়া লেক, কমলদহ, মিরসরাই উপজেলা, চট্টগ্রাম, ১৪ সেপ্টেম্বর
ছবি: আব্বাস উদ্দিন
৫ / ৭
এককাপ চায়ের সকাল। পশ্চিম সাগরপাড়, সন্দ্বীপ, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি : অর্ক রায় সেতু
৬ / ৭
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালন করেছেন। পোস্টারে বিভিন্ন স্লোগান লিখে জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে প্রতিবাদ জানান তাঁরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, ১৪ সেপ্টেম্বর
ছবি: মোহাম্মদ আল-আমিন
৭ / ৭
কাশফুলে সেজেছে শরতের প্রকৃতি। ছবিটি সম্প্রতি ঠাকুরগাঁও থেকে তোলা
ছবি: প্রীতম দেব