শরতের শুভ্র মেঘের রথে ধূসর খামে তোমার নামে একখানা চিঠি পাঠালাম। চিঠির কোথাও কোনো কথা নেই। সর্বত্র প্রাণের সজীবতা, রং, রূপ ও স্নিগ্ধতার সমন্বয়ে আমার সহস্রাধিক অনুভূতি রয়েছে। মৃদুমন্দ বাতাসে কাশফুল যেভাবে দোল খায় কাশবনে, সেভাবে তুমি আমার হৃদয়ে দোলা দিয়েছ বারবার। এবার শিশিরভেজা দূর্বাঘাসের মতো আমার হৃদয়কে সুশীতল করে দাও। কথা দিলাম, আজি নীলাকাশের সাদা মেঘের ভেলায় তোমায় নিয়ে আমি বিলীন হব ওই মহাশূন্যতায়ছবি: মুহম্মদ সজীব প্রধান