পাঠকের ছবি (২৬-১১-২০২৪)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
মাতৃত্বের এই অদৃশ্য বন্ধন প্রকৃতিতেও দেখা যায়। ভোরের কুয়াশার পালা শেষে রোদ পোহাতে মায়ের গা ঘেঁষে এক শান্ত স্নিগ্ধ ভোরে শুয়ে আছে কুকুরছানাগুলো। চোখে আরামবোধ হলো। এই শীতে আপনার আশপাশে নিশ্চয় এমন মিষ্টি কুকুরছানা ঘুরছে! আপনি চাইলে এই শীতে ওদের একটু যত্ন নিতেই পারেন। চট্টগ্রাম, পতেঙ্গা, ২৫ নভেম্বর
ছবি: মো. সোহেল আরমান সুমন
২ / ৯
কয়েক দফা বন্যার পর তিস্তার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিস্তার বুকে জেগে ওঠা ধু ধু বালুচরে ভুট্টার বীজ বুনতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তিস্তার বিস্তীর্ণ চরে ভুট্টার পাশাপাশি আলু, পেঁয়াজ, রসুন, বাদাম ও বিভিন্ন শাকসবজির চাষ শুরু করেছেন কৃষকেরা
ছবি: হাসানুজ্জামান হাসান
৩ / ৯
সিরাজগঞ্জ জেলার বহুলী ইউনিয়ন পরিষদ চত্বরে সপ্তাহে দুই দিন (রবি ও বৃহস্পতিবার) জমজমাট সাপ্তাহিক হাট বসে। আশপাশের অঞ্চল থেকে তিন-চার হাজার মানুষ এখানে কেনাবেচার জন্য আসেন। কাঁচাবাজারসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্য পাওয়া যায় এই হাটে, যা এলাকাবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র
ছবি: মো. নাজমুল হাসান সেখ
৪ / ৯
‘ইচ্ছে হলো একধরনের গঙ্গাফড়িং, অনিচ্ছেতেও লাফায় খালি তিড়িংবিড়িং!’ এটি অঞ্জন দত্তের গানের কলি। আমাদের গঙ্গাফড়িং হেমন্তের কুয়াশা গায়ে মেখে ঘাসের ডগায় জবুথবু হয়ে বসে আছে। ছবিটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুবর্ণগ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: ফারদিন ফেরদৌস
৫ / ৯
শেষ বিকেলে অস্তমিত সূর্য ও বহমান প্রমত্তা মেঘনা নদীর বুকে নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে ভাঙা ব্রিজ। হাজীরহাট ঘাট, মনপুরা উপজেলা, ভোলা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৬ / ৯
হেমন্তের নিশ্চুপ বিদায় শেষে শীতের নিঃশব্দ আগমন। গ্রামীণ প্রকৃতিতে তাই শীতের উষ্ণ শীতল আমেজ। মনের সব অপূর্ণ স্বপ্ন এই আমেজে শীতের শীতলতায় জমাট বাঁধুক। পূর্ণতা পাক জীবনের অপূর্ণতাগুলো। বালিথুবা বাজার, ফরিদগঞ্জ, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৭ / ৯
অস্তরাগের কালে লাল সূর্যের পটভূমিতে মাছধরা নৌকা। কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে সম্প্রতি তোলা ছবি
ছবি: ফারদিন ফেরদৌস
৮ / ৯
মাছধরা ট্রলার মেরামতের কাজ চলছে। বহিরাবরণে উত্তপ্ত গলিত আলকাতরা দিচ্ছেন মেরামত শ্রমিক। কাজটি বেশ পরিশ্রমের। ছবিটি সম্প্রতি তোলা। দক্ষিণ সাকুচিয়া, মনপুরা উপজেলা, ভোলা
ছবি: মো. রায়হানুল হক
৯ / ৯
সকালের সূর্য ওঠার পর থেকেই গাইবান্ধার পালপাড়ায় শুরু হয় কর্মব্যস্ততা।‌ এ পেশায় মন্দাভাব থাকলেও শত বছরের পুরনো ঐতিহ্য ধরে রাখতে পেরে খুশি ৬৫ বছর বয়সী প্রভাষ পাল। ছবিটি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর থেকে সম্প্রতি তোলা
ছবি: তাসলিমুল হাসান সিয়াম