পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
যার দিকে চাইয়া আছে দুনিয়া, হেয় কেমনে রইব ঘরে বইয়া? ঘোড়াকান্দা, ধামরাই, ঢাকা, ২৪ জুন
ছবি: ইভা আক্তার
২ / ৯
কপোতাক্ষ নদ। সাগরদাঁড়ি, কেশবপুর, যশোর, ২২ জুন
ছবি: মো. শাহিন রেজা
৩ / ৯
শেরপুরের শংকরঘোষ গ্রামের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সার্বিক কলাণের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে ১০ পরীক্ষার্থীকে পরীক্ষার যাবতীয় উপকরণ প্রদান করা হয়। শেরপুর সরকারি কলেজের শিক্ষক আরিফুল ইসলাম শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেন। এ ছাড়া সভায় উপস্থিত শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থী ও গ্রামের লোকদের মিষ্টিমুখ করানো হয়। এ ছাড়া গ্রামের রাস্তায় হেঁটে হেঁটে লোকজনকে বাল্যবিবাহ বন্ধে সচেতন করা হয়। ২৩ জুন
ছবি: মো. রিয়াজ হোসেন
৪ / ৯
জীবনধারা। তুরাগ নদ, জহুরাবাদ ঘাট, মিরপুর, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
৫ / ৯
‘সূর্যোদয়ের পর আমরা কর্মব্যস্ত দিন পার করি। সূর্যাস্তের এই অপরূপ মুহূর্তও আমাদের অসীম আনন্দ দেয়। আমরা আবার অপেক্ষা করি একটা সুন্দর রাতের জন্য। চা–বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ফৌজিয়া বেগম
৬ / ৯
নদীতীরে সূর্যাস্তের সৌন্দর্য বহুমাত্রিক। প্রকৃতির এ যেন এক অদ্ভুত ও অপূর্ব মেলবন্ধন। ছবিটি নওগাঁর আত্রাই উপজেলার শুঁটকিগাছা রাবার ড্যাম এলাকা থেকে সম্প্রতি তোলা। আত্রাই নদ, শুঁটকিগাছা, আত্রাই উপজেলা, নওগাঁ
ছবি: মো. রায়হানুল হক
৭ / ৯
আগের দিনের বাড়িতে টিনের চালার পাশাপাশি রান্নাঘর খোলার চালে হতো। অনেক দিন পর চোখে পড়ল টালির ঘর। কামার পাড়া, গুরুদাসপুর, নাটোর, ২২ জুন
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৮ / ৯
ফুলটির আদি নিবাস পশ্চিম আফ্রিকা। উত্তর আমেরিকা পেরিয়ে এখন এশিয়ায়ও এর দেখা মেলে। ফুটন্ত অবস্থায় দেখলে মনে হয় হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এ জন্যই ফুলটির নাম ‘ব্লিডিং হার্ট’। জাতীয় উদ্ভিদ উদ্যান, মিরপুর, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
৯ / ৯
সূর্যাস্তের অপরূপ মূহূর্ত। চা–বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ফৌজিয়া বেগম