পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ১০
শীতের শেষ সময়ে হঠাৎ ঘন কুয়াশাচ্ছন্ন সকালে নানান গন্তব্যে মানুষের ছুটে চলা। কেউ সাইকেল, মোটরবাইক, মাহিন্দ্রা কেউবা হেঁটেই কুয়াশা ভেদ করে ছুটছেন। ছবিটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মুখ সড়ক থেকে সম্প্রতি তোলাছবি: এ টি এম মাহফুজ
২ / ১০
অবহেলিত এক জনপদ, যাঁরা আড়ালে থেকেই দেশের জন্য লড়ে যাচ্ছেন। আড়ালে থাকা দেশের উন্নয়নের যোদ্ধা। সাহাপাড়া মুন্সিপাড়া, মনাকষা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জছবি: মো. মাহিদুজ্জামান সিয়াম
৩ / ১০
সূর্যের বিদায় মুহূর্তে তৈরি হওয়া নৈসর্গিক অবেলা। মেঘনা নদী। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আল-আমিন মাসুদ
৪ / ১০
বাংলাদেশের অন্যতম উঁচু ভবন সিটি সেন্টারের উচ্চতা ১৭১ মিটার। এক দশক আগে ৩৭তলা এ বাণিজ্যিক ভবনের ব্যবহার শুরু হয়। আরামবাগ, মতিঝিল, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: এ বি এম সিয়াম আহমেদ
৫ / ১০
সূর্যাস্তের পর একঝাঁক কাজ অঙ্কিত ছবি হয়ে ধরা দিয়েছে। কায়েতটুলী, পুরান ঢাকাছবি: চন্দ্রদ্বীপ চৌধুরী
৬ / ১০
ইঞ্জিনচালিত ছোট নৌকা বনাম বাল্কহেডের অসম প্রতিযোগিতা। সদরঘাট, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আল-আমিন মাসুদ
৭ / ১০
কারো টুকরিতে ছোলাবুট, কারো টুকরিতে মজার মুড়ি (ঝালমুড়ি), কেউবা আবার এনেছেন চানাচুর। নৌযাত্রায় যাত্রীদের হালকা খাবারের হকারেরা এভাবেই মাঝ নদীতে ট্রলারে (ইঞ্জিনচালিত নৌকা) করে লঞ্চে ওঠে। জীবন ও জীবিকার এক অদ্ভুত মিলন। ধলেশ্বরী নদী। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আল-আমিন মাসুদ
৮ / ১০
বেলা শেষে! ধামরাই, ঢাকা, ৭ ফেব্রুয়ারিছবি: মোজাহিদুল ইসলাম নিরব
৯ / ১০
রূপের রানি রাঙামাটির অপরূপ সৌন্দর্য। রাঙামাটির ঝুলন্ত ব্রিজ থেকে ছবিটি সম্প্রতি তোলাছবি: সাকিব হাসান
১০ / ১০
ব্যস্ত শহর। রাস্তার পাশে গর্ত খুঁড়ে মেরামতের কর্মযজ্ঞ। হকারদের হাকডাক, গাড়ির পূর্ণমাত্রা হর্ন, চিরচেনা যানজট আর প্রিয় মানুষের অভিমানী কণ্ঠে বাড়ি ফেরার তাড়নায় জীবনকাব্যের অতৃপ্ত উপভোগ। যমুনা ফিউচার পার্ক, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. আল-আমিন মাসুদ