পাঠকের ছবি

১ / ৬
বর্তমানে এমন বড় গাছ ঢাকা শহরে খুঁজে পাওয়া সত্যিই কষ্টকর। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গেলে এমন একটি গাছের দেখা পাওয়া যাবে। উপাচার্য চত্বরের কেন্দ্রবিন্দুতে স্মৃতি চিরন্তনের ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছে বিশাল এক কড়ইগাছ। ১২ অক্টোবর
ছবি: আবুল বাশার মিরাজ
২ / ৬
আজকের শিশু আগামী দিনের সম্পদ, যা সবাই মানে। এ দেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক দুরবস্থা শিশুশ্রমের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা একসময় শুনতাম, ‘লেখাপড়া করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে...!’ আজকের শিশু দিন দিন বিদ্যালয় থেকে ঝরে পড়ছে। লেখাপড়ার খরচ দিতে না পেরে এবং সংসারের অসচ্ছলতার গ্লানি দূর করতে মা-বাবারা বাধ্য হন নিজ সন্তানকে শ্রমে নিযুক্ত করতে
ছবি: মোহাম্মদ মহসিন
৩ / ৬
গাড়ি নির্বিঘ্নে চলছে উড়ালসড়ক দিয়ে। নীচের মূল রাস্তায় স্থানীয় গাড়ি ও ধীরগতির গাড়ি চলছে। কোথাও কোনো জট নেই। পাশের বড় ভবনটি মেট্রোরেলের একটি স্টেশন। সাধারণ যাত্রীদের যাতায়াতের একাধিক পথ রয়েছে। বিকল্প পথ থাকায় তাদের ভোগান্তিতে পড়তে হয় না। রাজা নাহর সিং মেট্রো স্টেশন, বল্লভগড়, ফরিদাবাদ জেলা, হরিয়ানা প্রদেশ, ভারত, ১২ অক্টোবর
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৪ / ৬
বাংলার শরৎকাল মানে আকাশের সাদা মেঘের সঙ্গে সাদা কাশফুলের সখ্যতা। রূপসী বাংলার চিরচেনা এই সৌন্দর্য যেন শা‌ন্তির বার্তা বয়ে আনে। দিয়াবা‌ড়ি, উত্তরা। ছবিটি সম্প্রতি তোলা
ছ‌বি: এ বি আরিফ
৫ / ৬
প্রিয় শরৎ। দিয়াবাড়ী, মিরপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
৬ / ৬
জবা ফুলের চোখজুরানো সৌন্দর্য। ছবিটি সম্প্রতি সিরাজগঞ্জের উল্লাপাড়ার রাহুলিয়া থেকে তোলা
ছবি: কাওছার হোসাইন