পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ১০
বন্যায় পানিতে তলিয়ে গেছে বাড়ি। কুতুবপুর, সারিয়াকান্দি, বগুড়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মিন্টু মার্শ
২ / ১০
খেলার মতো মাঠ পাচ্ছে না এখনকার শিশুরা। অবসর সময়টাতে যে সহপাঠীদের সঙ্গে খেলবে, সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। দিন দিন আশপাশের খালি জায়গা কমছে। নিজ আঙিনার জায়গাটিতেও করা হচ্ছে বসতবাড়ি, স্থাপনা। শিশুদের যে খেলার পরিবেশ করে দেওয়া প্রয়োজন, সেটা নিয়েও যেন কারও মাথাব্যথা নেই। সবাই ব্যস্ত নিজেদের মতো করে, নিজেদের জীবন-জীবিকা নিয়ে। রাস্তার পাশের অল্প এই খালি জায়গাতেই শিশুদের মজে থাকতে দেখা যায় ফুটবল খেলায়। আশপাশের খালি জায়গা খুঁজে খুঁজে খেলার মধ্যেই শান্তি তাদের। যাদের কাছে খেলার মাঠ এখন যেন স্বপ্ন। গত ৩০ জুন সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৮ নম্বর কালীঘাট ইউনিয়ন পরিষদের কাকিয়াছড়া চা-বাগান এলাকা থেকে ছবিটি তোলা
ছবি: জীবন পাল
৩ / ১০
পশ্চিম আকাশে মেঘের ভেলা। নদীর জলে জেলেদের জাল ফেলা জানান দেয় বর্ষার আগমন। আড়িয়ালখাঁ নদী, সাহেব রামপুর লঞ্চঘাট, মাদারীপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আজিজ মাহমুদ
৪ / ১০
প্রমত্ত পদ্মার সৌন্দর্য ও গোধূলিকে ধারণ করতে ব্যস্ত এক যুবক। ছবিটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের পদ্মা নদীর পাড় থেকে তোলা। ২৮ জুন
ছবি: সানোয়ার হোসেন
৫ / ১০
নাগরিক আকাশ। শ্যামলী, ঢাকা, ২৮ জুন
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৬ / ১০
মাঠ নেই। কিছু করারও নেই। খেলতে তো হবে। রেললাইনের পাশের রাস্তার খালি অংশকে মাঠ বানিয়ে ক্রিকেট খেলছে একদল কিশোর। হয়তো মাঠে খেলার তৃপ্তিটা এখানে খুঁজে পাচ্ছে না, কিন্তু খেলার সময়টাকে তো আর না খেলে নষ্ট করা যাবে না। ছবিটি গত ৩০ জুন বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রেলস্টেশনে এলাকা থেকে ছবিটি তোলা
ছবি: জীবন পাল
৭ / ১০
মেঘের বাড়ি। শীতের সকালে চিমনির ধোঁয়া মিশে যাচ্ছে আকাশে। হঠাৎ দেখলে মনে হয় যেন মেঘের কারখানা। ছবিটি গত ৩০ জুন সিডনির ম্যাকুয়ারিফিল্ডস সুইমিংপুলের সামনে থেকে তোলা
ছবি: মো. ইয়াকুব আলী
৮ / ১০
কয়েক দিন ধরে টানা বৃষ্টির কবলে দেশ। তাই বলে জীবিকা তো আর থেমে থাকতে পারে না। গামছা মাথায় দিয়ে একজন বিক্রেতা লেবু নিয়ে বসে আছেন ক্রেতার আশায়। মোহাম্মদপুর, ঢাকা, ১ জুলাই।
ছবি: মেসবাহ উদ্দিন আহমদ
৯ / ১০
কোটা বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক আটকিয়ে আন্দোলন করছেন বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা। নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, বরিশাল সদর, ৭ জুলাই
ছবি: কামরুল হাসান
১০ / ১০
ঢাকা যেমন মসজিদের শহর, সিডনি তেমনি গির্জার শহর। পাখির চোখে দেখলে গির্জার উঁচু মিনারগুলো দেখা যায়। সিডনির ক্যামডেন সাবার্বে রয়েছে ১৭৫ বছরের পুরোনো গির্জা সেইন্ট এংলিকান চার্চ। এ গির্জা যখন যাত্রা শুরু করে, তখন ক্যামডেনের জনসংখ্যা ছিল মাত্র ৫০০। এই গির্জার সঙ্গেই আছে একটা কবরস্থান। ক্যামডেনের ম্যাকার্থার পরিবার এই সমুদয় সম্পত্তি দান করেছিলেন। গির্জার ছবিটি ৬ জুলাই রৌদ্রোজ্জ্বল সকালে তোলা
ছবি: মো. ইয়াকুব আলী