খেলার মতো মাঠ পাচ্ছে না এখনকার শিশুরা। অবসর সময়টাতে যে সহপাঠীদের সঙ্গে খেলবে, সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। দিন দিন আশপাশের খালি জায়গা কমছে। নিজ আঙিনার জায়গাটিতেও করা হচ্ছে বসতবাড়ি, স্থাপনা। শিশুদের যে খেলার পরিবেশ করে দেওয়া প্রয়োজন, সেটা নিয়েও যেন কারও মাথাব্যথা নেই। সবাই ব্যস্ত নিজেদের মতো করে, নিজেদের জীবন-জীবিকা নিয়ে। রাস্তার পাশের অল্প এই খালি জায়গাতেই শিশুদের মজে থাকতে দেখা যায় ফুটবল খেলায়। আশপাশের খালি জায়গা খুঁজে খুঁজে খেলার মধ্যেই শান্তি তাদের। যাদের কাছে খেলার মাঠ এখন যেন স্বপ্ন। গত ৩০ জুন সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৮ নম্বর কালীঘাট ইউনিয়ন পরিষদের কাকিয়াছড়া চা-বাগান এলাকা থেকে ছবিটি তোলাছবি: জীবন পাল