তার নাম অন্তু। হোঁচট খেয়ে পড়ে গিয়ে হাতে আঁচড় পড়েছে। তাই জিহ্বার লালা দিয়ে ঠিক করতে চাইছে। পাশে রাখা বড় বাটিভর্তি কাঠগোলাপ। জীবন বুঝে ওঠার আগে জীবিকা নিয়ে বসে আছে। অন্তুদের নিজের যত্ন নিজেদেরই করতে হয়। তাদের কেউ ছিল না, কেউ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০ ডিসেম্বরছবি: আরাফাত কবির অভি