পাঠকের ছবি

১ / ৭
কুয়াকাটার গঙ্গামতী এলাকার কেওড়া প্রজাতির শত শত গাছ মারা যাচ্ছে। এতে ঝুঁকি বাড়ছে উপকূলীয় এলাকার। ছবিটি গত শনিবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে তোলা
ছবি: মোবাশ্বির হাসান শিপন
২ / ৭
তার নাম অন্তু। হোঁচট খেয়ে পড়ে গিয়ে হাতে আঁচড় পড়েছে। তাই জিহ্বার লালা দিয়ে ঠিক করতে চাইছে। পাশে রাখা বড় বাটিভর্তি কাঠগোলাপ। জীবন বুঝে ওঠার আগে জীবিকা নিয়ে বসে আছে। অন্তুদের নিজের যত্ন নিজেদেরই করতে হয়। তাদের কেউ ছিল না, কেউ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০ ডিসেম্বর
ছবি: আরাফাত কবির অভি
৩ / ৭
‘গগনে গরজে মেঘ’—মেঘাচ্ছন্ন সকাল। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, কাঞ্চন, ঢাকা, ২৩ ডিসেম্বর
ছবি: আহম্মেদ ইশতিয়াক মাহিন
৪ / ৭
ফুল আসতে শুরু করেছে পানীয় ফল ক্ষীরাগাছে। সবজি হিসেবেও এ ফল বেশ পরিচিত। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার মানিক পোটল এলাকা থেকে তোলা
ছবি: কারিমুল হাসান
৫ / ৭
ইট তৈরিতে ব্যস্ত সময় পার করছেন একজন ভাটাশ্রমিক। গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ফোরকানী এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: কাওছার আহাম্মেদ
৬ / ৭
সমুদ্র দেখতে এসে কেউ কেউ সঙ্গে ঝাঁকি জাল নিয়ে আসেন। মাছও ধরেন। ছবিটি শনিবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্রসৈকতের গঙ্গামতী লেক থেকে তোলা
ছবি: মোবাশ্বির হাসান শিপন
৭ / ৭
মনের কথা যত্ন করে লিখে প্রিয়জনের ঠিকানায় চিঠি পাঠানোর যুগ না থাকলেও লাল-নীল ও হলুদ ডাকবাক্স এখনো দেখা মেলে। ডিজিটাল এ যুগে ডাকঘরের আবেদন দিন দিন ফিকে হয়ে যাচ্ছে। তাই ব্যস্ততা ঘুচিয়ে একখানা চিঠি পাঠাতে পারেন প্রিয়জনের ঠিকানায়। চট্টগ্রাম জিপিও, ২৩ ডিসেম্বর
ছবি: তারানা তানজিনা মিতু