পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
১ / ৮
একজন বৃদ্ধ কৃষক তাঁর জমির ধান নিজেই কেটে মাথায় করে বাড়ি নিয়ে যাচ্ছেন। একজন শ্রমিকের মজুরি ৬০০ টাকা। শ্রমিক দিয়ে ধান কাটলে কৃষক ঘরে কোনো লাভ তুলতে পারেন না। আলীপুর চর, কালকিনি, মাদারীপুর, ছবিটি সম্প্রতি তোলাছবি: অলিউর রহমান ফিরোজ
২ / ৮
শীতকালীন সবজি ফুলকপি জমিতে বেড়ে উঠছে। ভবানীগঞ্জ ইউনিয়ন, লক্ষ্মীপুর সদর। ছবিটি সম্প্রতি তোলাছবি: হাসান ইমাম
হাওরের পানি শুকিয়ে গেছে, কৃষক এখন ফসল রোপণের জন্য জমি প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন। মিঠামইন উপজেলা, কিশোরগঞ্জ, ৯ ডিসেম্বর ২০২৫ছবি: আবু তারেক
৮ / ৮
বিদ্যালয়ের আঙিনায় লাল রঙের ফুল আর তাতে এক কালো প্রজাপতি। মন ভরে যায় এই সুন্দর দৃশ্য দেখে, যেন জীবন্ত ছবি। সলঙ্গা, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলাছবি: সুমন পাল