জীবন যেখানে যেমন, সাজিয়ে নাও আপন করে। সোনাদিয়া দ্বীপ, মহেশখালী। ছবিটি সম্প্রতি তোলাছবি: নিজাম উদ্দিন
৪ / ৯
তিস্তা চুক্তি হলে আরও লাখো হেক্টর জমিতে আবাদ হতো। বাদাম আর ভুট্টাখেত পাশাপাশি। গত বছর গ্রাম ছিল, সারি সারি বাড়ি ছিল এখন সব নদীতে। বিলীন হয়ে যাওয়া বগুলাকুরাচর, বজরা, উলিপুর, কুড়িগ্রাম। ছবিটি সম্প্রতি তোলাছবি: মো. সজীব মিয়া সবুজ
৫ / ৯
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) শুরু হয়েছে আন্তবিভাগ ক্রিকেট (ছাত্র ও ছাত্রী) প্রতিযোগিতা ২০২৪। ২৩ জানুয়ারি সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবুল হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদীয় ডিন, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেনছবি: মো. আরিফুল ইসলাম
৬ / ৯
পরীক্ষা শেষে ছুটিতে বাড়ি আসছে বিএল কলেজশিক্ষার্থী রিয়াদ হোসেন। জমিতে ধান রোপণে বাবাকে সহযোগিতা করতে দেখা যায় তাঁকে। ছবিটি সম্প্রতি সাতক্ষীরার তালা উপজেলার শাহাজাতপুর গ্রাম থেকে তোলাছবি: লামিয়া ঐশি
৭ / ৯
তীব্র শীতের দাপট। এখন আরও কয়েক দিন ভালো রস পাওয়া যাবে। ছবিতে গেছো রস সংগ্রহ করার গাছ প্রস্তুত করছেন। এটি বাংলাদেশের গ্রামের সাধারণ চিত্র। ছবিটি তোলা হয়েছে রাজধানী ঢাকার মৌচাক মোড় এলাকার একটা বাসায় ফাঁকা জায়গা থেকে। রাজধানীর বুকে এমন একজন গেছো পাওয়া যাবে, নিজ চোখে না দেখলে বিশ্বাস করতাম না। মালিবাগ, ঢাকা, ২৫ জানুয়ারিছবি: ফাত্তাহ তানভীর রানা
৮ / ৯
এবারের বসন্ত আগমনের আগেই বিলাপ শুরু করেছে। তার আভাস এখনই দিয়েছে প্রকৃতি। তা না হলে ফাল্গুন ফাল্গুন মাঘেই শিমুল এত আগেই চোখ মেলবে কেন। নওগাঁ সদর, ২৮ জানুয়ারিছবি: শামীনূর রহমান
৯ / ৯
209. ব্যস্ত রাজধানীর অন্যতম একটি ব্যস্ত এলাকায় অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যঘেরা হাসপাতালটি। অসুস্থ মানুষের জন্য এমন সুস্থ পরিবেশে চিকিৎসা নেওয়া অনেক বেশি স্বস্তিদায়ক। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা, ২৮ জানুয়ারিছবি: মায়া আলমগীর