পাঠকের ছবি (৮ মে ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
নিজেদের সুখের জন্য আমরা অপরকে সর্বস্বান্ত করতে কুণ্ঠাবোধ করি না। আরেকটু ভালো থাকার জন্য, পাকা দালান গড়ার জন্য মানুষের অনিষ্ট করতেও সক্রিয়তা দেখাই। কিন্তু সুখ আর ভালো থাকার বীজ এখানে নেই। আসল সুখ কারও ক্ষতি না করে মাটির ঘরে থাকলেও মিলতে পারে। এটাই অমরাবতী। চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
২ / ৭
ডিঙি আছে, ঢেউ নেই—নদীর পাড়ে স্থিরতা। সন্দ্বীপ উপকূল, চট্টগ্রাম, ৮ মে
ছবি: সূর্য দাস
৩ / ৭
চারপাশে সবুজের মাঝে গাছটি পাতাশূন্য। প্রাণের কোনো চিহ্ন নেই। গাছটি অচিরেই হয়তো কেটে ফেলা হবে। একসময়কার সজীব, প্রাণবন্ত গাছটির এই যে পরিবর্তন ও রূপান্তর, তা হয়তো সামনে নতুন কিছু হয়ে প্রকাশ পাবে। এটিআই, হাটহাজারী, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম
৪ / ৭
গাজীপুরের ভাওয়াল রাজবাড়িতে নাগলিঙ্গম গাছে ফুল ফুটেছে। গ্রীষ্মকালের আগমনে ফুলে ফুলে রঙিন হয়ে উঠেছে গাছটি। নাগলিঙ্গম বৃক্ষ অত্যন্ত বিরল প্রজাতির একটি উদ্ভিদ, যা ভাওয়াল রাজবাড়ির আঙিনায় শোভা পাচ্ছে। ছবিটি ৮ মে ভাওয়াল রাজবাড়ির চত্বর থেকে তোলা
ছবি: মিনহাজুর রহমান
৫ / ৭
প্রকৃতির মায়া জড়ানোর এ ফসলের মাঠ। আকাশের সাদা মেঘের ভেলা পেজো তুলার মতো ভেসে যাচ্ছে। মন মাতানো এমন প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় অতিবাহিত করতে পারলে মন ভালো হয়ে যায়। ছবিটি ছোট মোল্লাকান্দি এলাকা থেকে তোলা
ছবি: মো. রাসেল ভূইয়া
৬ / ৭
নদীপাড়ের বিস্তীর্ণ এলাকাজুড়ে বসেছে বাঁশের হাট। ইছামতী নদী স্রোতস্বিনী এবং গভীরও ছিল। নদীটিতে চর পড়ে এখন খালে পরিণত হয়েছে। এখন যেখানে বাঁশের হাট বসেছে, সেই স্থানেই ছিল তেকা লঞ্চ টার্মিনাল। ছবিটি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইছামতীর নদীর পাড় থেকে সম্প্রতি তোলা
ছবি: অলিউর রহমান ফিরোজ
৭ / ৭
ফেরি ভিড়েছে ঘাটে, যাত্রী নামার অপেক্ষায় তৎপর চালক ও কুলিরা। গুপ্তছড়া ঘাট, সন্দ্বীপ উপকূল, চট্টগ্রাম, ৮ মে
ছবি: সূর্য দাস