চারপাশে সবুজের মাঝে গাছটি পাতাশূন্য। প্রাণের কোনো চিহ্ন নেই। গাছটি অচিরেই হয়তো কেটে ফেলা হবে। একসময়কার সজীব, প্রাণবন্ত গাছটির এই যে পরিবর্তন ও রূপান্তর, তা হয়তো সামনে নতুন কিছু হয়ে প্রকাশ পাবে। এটিআই, হাটহাজারী, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলাছবি: হাসান ইমাম