পাঠকের ছবি

১ / ৭
ঋতু অনুযায়ী বর্ষা শেষ, তবু বৃষ্টির প্রভাব রয়ে গেছে সারা দেশে। সীতাকুণ্ডের আকাশে রয়েছে মেঘ, সেই সঙ্গে বৃষ্টি। বৃষ্টি হলেই সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায় ঝরনাগুলোয়। এ সময় ঝরনাপ্রেমীদের আনাগোনাও বেড়ে যায় সীতাকুণ্ডের ঝরনাগুলোয়। সহস্রধারা-২ ঝরনা এলাকা, সীতাকুণ্ড, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সূর্য দাস
২ / ৭
অস্ট্রেলিয়ার সিডনির হারবার ব্রিজ পৃথিবী বিখ্যাত এক স্থাপত্যশিল্প। এর নির্মাণশৈলী দর্শকদের মুগ্ধ করে। এটার ওপর দিয়ে প্রতিদিন হাজারো গাড়ির পাশাপাশি ট্রেনও চলাচল করে। আর এই ব্রিজের এক পাশ দিয়ে চলে সাইকেল আরোহীরা আর অন্য পাশ দিয়ে মানুষ চলে পায়ে হেঁটে। পায়ে হেঁটে চলার সময় অপেরা হাউসসহ হারবার এবং সিডনি শহরের দৃষ্টিনন্দন ছবি দেখা যায়। ছবি হারবারের ফেরি থেকে ২৫ আগস্ট রাতে তোলা
ছবি: মো. ইয়াকুব আলী
৩ / ৭
ভোলা জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভোলা জেলা থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ ও ইন্টার্ন চিকিৎসকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হাসান মাহমুদ শুভ
৪ / ৭
খেলায় মেতেছে দুই শিশু। ছবিটি সম্প্রতি নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ এলাকা থেকে তোলা
ছবি: সবুজ সরকার
৫ / ৭
যেমন রং তেমন এর ঘ্রাণ। অনেক দিন ধরে চাষ করা হচ্ছে রয়্যাল হর্টিকালচারাল সোসাইটির গার্ডেন মেরিট পুরস্কারপ্রাপ্ত ফুলটি। ছবিটি সম্প্রতি খুলনার বৃক্ষমেলা থেকে তোলা
ছবি: ইমরান খসরু
৬ / ৭
ঘন মেঘে ঢেকে গেছে পুরো পাহাড়, মনে হবে ছবিটি সাজেক কিংবা মেঘালয়ের। কিন্তু না, এটি চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সূর্য দাস
৭ / ৭
এক প্রজন্ম বসে পত্রিকা পড়ছে। আরেক প্রজন্ম ছুটে চলছে। সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা, ২৪ আগস্ট
ছবি: সৌরভ আহমেদ