ঋতু অনুযায়ী বর্ষা শেষ, তবু বৃষ্টির প্রভাব রয়ে গেছে সারা দেশে। সীতাকুণ্ডের আকাশে রয়েছে মেঘ, সেই সঙ্গে বৃষ্টি। বৃষ্টি হলেই সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায় ঝরনাগুলোয়। এ সময় ঝরনাপ্রেমীদের আনাগোনাও বেড়ে যায় সীতাকুণ্ডের ঝরনাগুলোয়। সহস্রধারা-২ ঝরনা এলাকা, সীতাকুণ্ড, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলাছবি: সূর্য দাস