পাঠকের ছবি (১৫ জুলাই ২০২৫)

১ / ৮
নিঃশব্দ শহরের কোণে স্যান্ডেল আর কার্ডবোর্ডের বালিশে আশ্রয়—স্বপ্নহীন এক ভোরের প্রতীক্ষা। লাল চাদরের ছায়ায় ঢেকে আছে ক্লান্তি, না–বলা হাজার গল্প। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা। সম্প্রতি তোলা
ছবি: সাব্বির আহমেদ
২ / ৮
নাম না জানা, গন্ধহীন কিছু বনফুল দেখে চোখ জুড়িয়ে যায়! তবু তারা অনাদরে-অবহেলায়-অযতনে ঝরে পড়ে যায়! ভোলার মনপুরা উপজেলা থেকে সম্প্রতি তোলা
ছবি: সীমান্ত হেলাল
৩ / ৮
তখনো বৃষ্টি নামেনি। চারদিকে মেঘেরা খেলা করছে। বৃষ্টির আগে শহর থেকে একটু দূরের গ্রামের মাঠের দৃশ্য। ঝিনাইদহের পাগলাকানাই থেকে সম্প্রতি তোলা হয়েছে
ছবি: শেখ সুলতানা সুখী
৪ / ৮
পশ্চিম আকাশে সূর্য তখন বাড়ি ফেরার পথে। আকাশের রঙের ঘনঘটা। মোহনায় মৃদু বাতাসে চলছে পাল ছাড়া নৌকা। ঘাটে দাঁড়িয়ে পথিকের অপেক্ষা। চাঁদপুর লঞ্চঘাট, চাঁদপুর। সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৫ / ৮
রাতের আকাশ। মেঘ যেন চাঁদকে ঘিরে রেখেছে। উদ্দমদী গ্রাম, মতলব দক্ষিণ উপজেলা, চাঁদপুর। সম্প্রতি তোলা
ছবি: হাসান ইমাম
৬ / ৮
কী অপরূপ রূপ গো তোমার সোমেশ্বরী। বিজয়পুর বিজিবি ক্যাম্প এলাকা, দুর্গাপুর উপজেলা, নেত্রকোনা, ২৭ জুন
ছবি: আবু আফজাল সালেহ
৭ / ৮
মেঘনার জোয়ার বৃদ্ধি কিংবা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস; পূর্ণিমার জো কিংবা অতিবৃষ্টি! অল্পতেই পানিতে তলিয়ে যায় ভোলা মনপুরা উপজেলার দাসের হাট গ্রামটি! তিন শতাধিক বাড়িঘরের প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে অনায়াসে! স্লুইসগেট না থাকায় অপরিকল্পিত পানিনিষ্কাশনব্যবস্থা, অপরিকল্পিত বেড়িবাঁধ ও অবাধে খাল দখলের কারণে দুর্ভোগের যেন শেষ নেই। ভোলা মনপুরা উপজেলা থেকে সম্প্রতি তোলা
ছবি: সীমান্ত হেলাল
৮ / ৮
দেখলে নদী মনে হবে না। মনে হয়, অল্প পানিতে কচুরিপানার চাষ করা হয়েছে। কিন্তু এটা নন্দকুঁজা নদী। কচুরিপানা দিয়ে ভরে গেছে নদী। উত্তর নারীবাড়ি রওশন জামে মসজিদ নদীর ঘাট, গুরুদাসপুর, নাটোর, ২৫ জুন ২০২৫
ছবি: ফাত্তাহ তানভীর রানা