পাঠকের ছবি (৩ ডিসেম্বর ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
ঐতিহ্য, স্বাধীনতা আর গৌরব—সবকিছুর মিলনস্থল যশোর। ভবনের শীর্ষে উড়ন্ত লাল-সবুজ যেন বলে ওঠে, ‘আমরা স্বাধীন, আমরা গর্বিত।’ যশোর কালেক্টরেট ভবন, ৩ ডিসেম্বর ২০২৫
ছবি: সজীবুর রহমান
২ / ৮
ঘুমের তৃপ্তি ছড়াক সবার মধ্যে। সব বাচ্চা ভালো থাকুক। কারও ক্ষতি কাম্য নয়। প্রাণ রক্ষা করে ক্ষতি এড়ানোর লড়াই জারি থাকুক মানুষের মধ্যে। চট্টগ্রাম
ছবি: সঞ্জয় দেবনাথ
৩ / ৮
জমির পাশে ছোট্ট একটি ডোবায় ফুটে আছে লাল শাপলা ফুলগুলো। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩ ডিসেম্বর ২০২৫
ছবি: রাজু আহমেদ রকি
৪ / ৮
জীবিকার তাগিদে ঘোড়ার গাড়িতে ধানের আঁটি পৌঁছে দেন তাঁরা। রোপা আমন ধান কাটার শুরুতেই বেশ কয়েকটি গাড়ি নিয়ে এসে তাঁরা তাঁবু গেড়ে অবস্থান করছেন তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঞ্চনেশ্বর গ্রামে। সেখানেই চলছে রান্না, খাবার, ঘুম—সবকিছু। সকাল হলেই সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন কৃষকদের ঘরে ধান পৌঁছে দিতে। বিঘাপ্রতি ধান এনে দিতে ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত নিয়ে থাকেন। কখনো আবার ধানের বিনিময়েও এনে থাকেন। পশ্চিম আটঘরিয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩ ডিসেম্বর ২০২৫
ছবি: মানস মাহাতো
৫ / ৮
জীবন ও জীবিকা। দিয়াবাড়ি, মিরপুর, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
৬ / ৮
নদীপারের অসাধারণ একটি দৃশ্য। গোবর দিয়ে নদীপারের মানুষেরা জ্বালানি তৈরি করেন। আড়িয়াল খাঁ নদীর কদমতলা এলাকা, কালকিনি, মাদারীপুর, ২ ডিসেম্বর ২০২৫
ছবি: অলিউর রহমান ফিরোজ
৭ / ৮
হাওরের নিচু জলাভূমি থেকে মাছ সংগ্রহ। মিঠামইন, কিশোরগঞ্জ, ৩ ডিসেম্বর ২০২৫
ছবি: আবু তারেক
৮ / ৮
একটি শীতের সকাল ও জীবনের গল্প। দিয়াবাড়ি, মিরপুর, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা