জীবিকার তাগিদে ঘোড়ার গাড়িতে ধানের আঁটি পৌঁছে দেন তাঁরা। রোপা আমন ধান কাটার শুরুতেই বেশ কয়েকটি গাড়ি নিয়ে এসে তাঁরা তাঁবু গেড়ে অবস্থান করছেন তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঞ্চনেশ্বর গ্রামে। সেখানেই চলছে রান্না, খাবার, ঘুম—সবকিছু। সকাল হলেই সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন কৃষকদের ঘরে ধান পৌঁছে দিতে। বিঘাপ্রতি ধান এনে দিতে ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত নিয়ে থাকেন। কখনো আবার ধানের বিনিময়েও এনে থাকেন। পশ্চিম আটঘরিয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩ ডিসেম্বর ২০২৫ছবি: মানস মাহাতো