পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৬
দিন বদলেছে। কাগজের বিশাল বড় লুডু, ছক্কা, ঘুঁটি এখন আর দেখা যায় না। অবসর সময় কাটাতে যাঁরা লুডু খেলতে পছন্দ করেন, তাঁদের পছন্দের সে খেলাটি চলে এসেছে  ডিজিটাল মাধ্যমে। মোবাইলে লুডুর অ্যাপ নামিয়ে অবসরে খেলায় মগ্ন হচ্ছে লুডুপ্রেমীরা। নারী, পুরুষ, যুবক কিংবা বৃদ্ধ সব বয়সীদের কাছেই লুডু খেলার জনপ্রিয়তা তুঙ্গে। অফিস, ব্যবসা সব রকম কাজ শেষ করে একসঙ্গে জড়ো হচ্ছেন, হাসিঠাট্টায় মজে যাচ্ছেন এই লুডু খেলায়। এই খেলা নিয়ে গ্রাম কিংবা শহর প্রায় সব জায়গার চিত্রটি এখন প্রায় একই রকম। গত বৃহস্পতিবার রাতে মৌলভীবাজারেরর শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার রোডের একটি দোকানে বসে বিভিন্ন পেশাজীবীদের লুডু খেলার দৃশ্য এটি
ছবি: জীবন পাল
২ / ৬
ছাদে মিয়াজাকিসহ নানা প্রকারের আমগাছে আম এসেছে এ বছর। ষোলশহর গ্রিড সাবস্টেশনের কন্ট্রোল রুমের ভবন, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: তৌহিদুর রহমান তুহিন
৩ / ৬
পরিবেশবান্ধব এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহারের কারণে বিশ্বব্যাপী সবুজ ইমারতের ধারণা জনপ্রিয় হয়ে উঠছে। এর লক্ষ্য হলো পরিবেশের ওপর ইমারতের নেতিবাচক প্রভাবকে ব্যাপকভাবে হ্রাস করা। পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ এবং বাসিন্দাদের ওপর এর সর্বোচ্চ ইতিবাচক প্রভাব নিশ্চিত করা। সিডনির প্রাণকেন্দ্রে অবস্থিত ‘ওয়ান সেন্ট্রাল পার্ক’ ইমারতটি ‘গ্রিন বিল্ডিং কাউন্সিল অস্ট্রেলিয়া’ কর্তৃক পুরস্কারপ্রাপ্ত একটি পাঁচতারকাবিশিষ্ট সবুজ ইমারত। ছবিটি গত ২১ জুন ২০২৪ সকালবেলা তোলা
ছবি: মো. ইয়াকুব আলী
৪ / ৬
আষাঢ়ের শেষে শহরজুড়ে বৃষ্টি। আল্লামা কাশগরী হল মাঠ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা, ১২ জুলাই
ছবি: সোয়াইব মোহাম্মদ সিফাত
৫ / ৬
বর্ষার শুরু ও কয়েক দিনের টানা বৃষ্টিতে নদীতে নতুন পানি এসেছে, খাল-বিল পানিতে ভরে গেছে। এ সময় কেউ মাছ ধরছেন জীবিকার তাগিদে, কেউ বা শখের বশে। কালাসিন্দুর ঘাট, চিলাই নদী, গাজীপুর সদর, ১৩ জুলাই
ছবি: দীন মোহাম্মদ দীনু
৬ / ৬
এই মাঠের এই খেলায় দর্শকে কানায় কানায় পরিপূর্ণ থাকে। আশপাশের এলাকা থেকে খেলা উপভোগ করতে মানুষ জড়ো হয়ে থাকে। যত দিন খেলা চলে, তত দিনের দৃশ্যটা এ রকমই থাকে। সব বয়সীর আগ্রহ থাকে এই মাঠের ফুটবল খেলায়। গত বৃহস্পতিবার বিকেলে খেলার শেষার্ধে ছবিটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের কাকিয়া ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তোলা
ছবি: জীবন পাল