দিন বদলেছে। কাগজের বিশাল বড় লুডু, ছক্কা, ঘুঁটি এখন আর দেখা যায় না। অবসর সময় কাটাতে যাঁরা লুডু খেলতে পছন্দ করেন, তাঁদের পছন্দের সে খেলাটি চলে এসেছে ডিজিটাল মাধ্যমে। মোবাইলে লুডুর অ্যাপ নামিয়ে অবসরে খেলায় মগ্ন হচ্ছে লুডুপ্রেমীরা। নারী, পুরুষ, যুবক কিংবা বৃদ্ধ সব বয়সীদের কাছেই লুডু খেলার জনপ্রিয়তা তুঙ্গে। অফিস, ব্যবসা সব রকম কাজ শেষ করে একসঙ্গে জড়ো হচ্ছেন, হাসিঠাট্টায় মজে যাচ্ছেন এই লুডু খেলায়। এই খেলা নিয়ে গ্রাম কিংবা শহর প্রায় সব জায়গার চিত্রটি এখন প্রায় একই রকম। গত বৃহস্পতিবার রাতে মৌলভীবাজারেরর শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার রোডের একটি দোকানে বসে বিভিন্ন পেশাজীবীদের লুডু খেলার দৃশ্য এটিছবি: জীবন পাল