পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত ছাপা হয় নাগরিক সংবাদে।

১ / ৮
রূপসী বাংলা। তিতাস নদ, ব্রাক্ষণবাড়িয়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আবরিত আহমেদ জিহাদ
২ / ৮
দূরন্ত শৈশব। হারিয়ে যেতে বসা গুলতি হাতে এক শিশু। উত্তরখান মাজার এলাকা, ঢাকা, ৯ জানুয়ারি
ছবি: ইয়াকুব আলী
৩ / ৮
শীতের সকালে মিষ্টি রোদে খেলায় মেতেছে শিশুরা। ইসমাইলপুর, শ্যামনগর, সাতক্ষীরা, ১০ জানুয়ারি
ছবি: মো. ফরহাদুজ্জামান
৪ / ৮
পৌষের তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। আগুন জ্বালিয়ে একটু উষ্ণ হওয়ার চেষ্টা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বটতলা, ইসলামী বিশ্ববিদ্যালয়, ১৩ জানুয়ারি
ছবি: মো. রুহুল আমিন
৫ / ৮
উত্তরাঞ্চলে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। পাঁচ দিন ধরে দেখা নেই সূর্যের। বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষ। শীত নিবারণের জন্য গরম কাপড়ের দোকানগুলোয় বাড়ছে সাধারণ মানুষের ভীড়। কালীগঞ্জ বাজার, লালমনিরহাট, ১৩ জানুয়ারি
ছবি: হাসানুজ্জামান হাসান
৬ / ৮
অবসর সময়ে শৈশবকে মাতিয়ে তুলছে শিশুরা। বিএম কলেজ মাঠ, বরিশাল, ১৩ জানুয়ারি
ছবি: কামরুল হাসান
৭ / ৮
কালিন্দী নদীতে হুইল দিয়ে মাছ ধরছেন একজন। কৈখালী, শ্যামনগর, সাতক্ষীরা, ১০ জানুয়ারি।
ছবি: মো. ফরহাদুজ্জামান
৮ / ৮
প্রচণ্ড শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। পাঁচ দিন ধরে দেখা নেই সূর্যের। বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষ। শীত নিবারণের জন্য গরম কাপড়ের দোকানে বাড়ছে সাধারণ মানুষের ভীড়। তুষভান্ডার বাজার, কালীগঞ্জ, লালমনিরহাট, ১৪ জানুয়ারি
ছবি: হাসানুজ্জামান হাসান