পাঠকের ছবি (১ মার্চ ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
রমনা পার্কের কাঠের সিঁড়ি, বেড়ানোর সুন্দর জায়গা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রুকাইয়া
২ / ৭
আবহমান গ্রামবাংলার বসন্তের নীরব প্রকৃতি। সবুজ ঘাসের শেষ প্রান্তে তালগাছ মাথা উঁচিয়ে তার জানান দিচ্ছে। এমনই প্রকৃতিতে হারিয়ে যেতে মন চায়। ছবিটি মুন্সিগঞ্জ সদর উপজেলার বণিক্যপাড়া এলাকা থেকে তোলা
ছবি: অলিউর রহমান ফিরোজ
৩ / ৭
সারা দিন কুলফি বিক্রি করে গাছের ছায়ায় জিরিয়ে নিচ্ছেন এই বিক্রেতা। হাকিম চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৮ ফেব্রুয়ারি
ছবি: মেসবাহউদ্দিন আহমদ
৪ / ৭
বইমেলার শেষ বিকেল। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ২৮ ফেব্রুয়ারি
ছবি: প্রবীর পাল
৫ / ৭
আয় ও ব্যয়—এই হলো জীবন। আমিনবাজার, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মদ মেহেদী হাসান
৬ / ৭
মাটির তৈরি তৈজসপত্রের সঙ্গে বাঙালির ঐতিহ্য জড়িয়ে আছে। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় তার স্থান দখলে নিয়েছে প্লাস্টিক ও সিরামিক সামগ্রী। আহসানগঞ্জ হাট, আত্রাই উপজেলা, নওগাঁ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৭ / ৭
পরিত্যক্ত ভবনের প্রাচীর ঘেঁষে নিজের সক্রিয়তা ও সৌন্দর্য প্রকাশে ক্ষুদ্র প্রচেষ্টায় ‘বাগানবিলাস’! ফুলেরটেক, আশুলিয়া, সাভার, ঢাকা। সম্প্রতি তোলা
ছবি: মো. মাহিদুজ্জামান সিয়াম