পাঠকের ছবি (২৬-০২-২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
ধানের কচি পাতায় ফাল্গুনী হাওয়ার দোলায় চিরসবুজ বাংলা। বালিথুবা বাজার, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
২ / ৮
একুশ প্রতিটি স্বাধীনতাকামী বাঙালির গর্ব, সাহস ও প্রেরণার উৎস। রক্তপ্লাবনের ইতিহাস দিয়ে গড়া বাঙালির আত্মপরিচয় ও আত্মত্যাগের দিন। ঢাকা পিটিআইয়ের বিটিপিটি কোর্সের তৃতীয় ব্যাচের শিক্ষক প্রশিক্ষণার্থীদের উদ্যোগে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে ‘অভ্যুথানের একুশ’ নামে দেয়ালিকা প্রকাশ করা হয়। স্বরচিত কবিতা, ছোট রচনা, প্রবন্ধ ও নানা স্লোগান দেয়ালিকায় স্থান পেয়েছে। প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), ঢাকা, মিরপুর-১৩। ছবিটি ২১ ফেব্রুয়ারি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৩ / ৮
যমুনার চরে মরিচের লালগালিচা বিছানো। সারিয়াকান্দি, বগুড়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মিন্টু মার্শ
৪ / ৮
উপাচার্য বাংলো, খুলনা বিশ্ববিদ্যালয়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. শাহিন রেজা
৫ / ৮
একজন প্রতিযোগী মনোযোগসহকারে দেখছে চিত্রাংকন প্রতিযোগিতার ফলাফল। প্রসঙ্গত একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ধানমন্ডির সুলতানা কামাল নারী ক্রীড়া কমপ্লেক্সে আয়োজন করা হয়েছিল বর্ণমেলা ২০২৫। ২১ ফেব্রুয়ারি
ছবি: এ বি এম সিয়াম আহমেদ
৬ / ৮
বসন্তের প্রথম বৃষ্টি আর ঝরা পাতার গল্প...। সরকারি তিতুমীর কলেজ, ২২ ফেব্রুয়ারি
ছবি: মামুনূর রহমান হৃদয়
৭ / ৮
ফুল ফলে শোভিত নয়নজুড়ানো ঘন সবুজ ভেরেন্ডাগাছ। ছবিটি সম্প্রতি রাজধানীর উত্তরা থেকে তোলা
ছবি: মো. আবদুল্লাহ চৌধুরী
৮ / ৮
মুন্সীগঞ্জ জেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরনী অনুষ্ঠানের পরে অভিভাবকদের সঙ্গে শিশুরা। রামপাল মহাবিদ্যালয়ে। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: অলিউর রহমান ফিরোজ