একুশ প্রতিটি স্বাধীনতাকামী বাঙালির গর্ব, সাহস ও প্রেরণার উৎস। রক্তপ্লাবনের ইতিহাস দিয়ে গড়া বাঙালির আত্মপরিচয় ও আত্মত্যাগের দিন। ঢাকা পিটিআইয়ের বিটিপিটি কোর্সের তৃতীয় ব্যাচের শিক্ষক প্রশিক্ষণার্থীদের উদ্যোগে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে ‘অভ্যুথানের একুশ’ নামে দেয়ালিকা প্রকাশ করা হয়। স্বরচিত কবিতা, ছোট রচনা, প্রবন্ধ ও নানা স্লোগান দেয়ালিকায় স্থান পেয়েছে। প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), ঢাকা, মিরপুর-১৩। ছবিটি ২১ ফেব্রুয়ারি তোলাছবি: মো. রায়হানুল হক