পাঠকের ছবি

১ / ৬
‘প্রথম আলো’ যখন প্রথম প্রকাশিত হয়, তখন এর লোগোটা লাল রঙের একটা অর্ধেক সূর্যের ওপর বসানো ছিল। যার গা থেকে লাল আলোকরশ্মি বের হচ্ছে। সিডনিতে কয়েক দিন আগে শিলাবৃষ্টির পর দেখা দিয়েছিল এই রংধনু। দেখেই আমার মাথায় খেলা করছিল প্রথম আলোর সেই প্রথম সূর্যের কথা। প্রথম আলোর সূর্যের আলোকে আলোকিত এখন সারা বিশ্ব। প্রথম আলোর রজতজয়ন্তীতে আন্তরিক শুভেচ্ছা
ছবি: ইয়াকূব আলী
২ / ৬
বাসন্ডা নদীতে পানি কমেছে বলে বড়শি দিয়ে মাছ শিকারে ব্যস্ত এক ব্যক্তি। নেছারাবাদ, ঝালকাঠি, ৪ নভেম্বর
ছবি: ছবি কামরুল হাসান
৩ / ৬
পাখির কিচিরমিচির কলতানে মুখর সাপ্তাহিক হাট। শৌখিন পাখিপ্রেমীদের কথা মাথায় রেখে, নানা রকম পাখিতে সমৃদ্ধ হয়ে ওঠে এলাকাটি। এই পাখির হাট বসে প্রতি শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত। ছবিটি রাজধানীর মিরপুর ১৩ নম্বর থেকে সম্প্রতি তোলা।
মো. রায়হানুল হক
৪ / ৬
বারান্দায় ফোটা ঝুমকা জবা শোভা ছড়াচ্ছে। ক্রিসেন্ট রোড, কলাবাগান, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: প্রবীর পাল
৫ / ৬
পশ্চিম আকাশ লাল হয়েছে, জেলে মাছ শিকারে ব্যস্ত। বর্ষাকাল শেষ, নদীতে পানি কমছে। এখন মাছ ধরা পড়ছে বেশি। চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর, ৪ নভেম্বর
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৬ / ৬
হেমন্তের বাতাসে! ধান পেকেছে মাঠে মাঠে। ছবিটি গতকাল রোববার বিকেলে নওগাঁ সদর থেকে তোলা
ছবি: শামীনূর রহমান শামীম