পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
মশা মারার ফগ মেশিন দিয়ে ওষুধ দেওয়া হচ্ছে, যা গিয়ে পড়ছে খোলা রাখা খাবারে এবং প্রবেশ করছে পথচারীদের নাকে-মুখে। কলেরা হাসপাতাল গেট, মহাখালী, ঢাকা, ১০ জুন
ছবি: ইয়াসির আরাফাত বর্ণ
২ / ৮
ময়মনসিংহ শহরে উঁকি দিচ্ছে ভোরের সূর্য। ছবিটি সম্প্রতি শহরের নওমহল এলাকার ছাদ থেকে তোলা
ছবি: মাহমুদুল হক হাসান
৩ / ৮
হঠাৎ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুকুরের উপদ্রব বেড়েছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকায় মানুষকে কুকুর কামড়ানোর মতো ঘটনা ঘটছে। শুধু মানুষকে নয়, গৃহপালিত প্রাণীরাও রেহাই পাচ্ছে না এসব কুকুরের হাত থেকে। কুকুর উপদ্রবের বিষয়টি নিয়ে ঢাকার ওয়ান হেলথ অ্যাপ্রোস টিমের সঙ্গে কথা বলেছে উপজেলা প্রাণিসম্পদ অফিস। ১৫ দিনের মধ্যে ওয়ান হেলথ অ্যাপ্রোস টিম শ্রীমঙ্গলে কুকুরের টিকা দেওয়ার কাজ শুরু করবে বলে প্রাণিসম্পদ অফিসকে আশ্বস্ত করেছে
ছবি: জীবন পাল
৪ / ৮
কোরবানির ঈদের বাকি আর অল্প কদিন, জমজমাট বিকিকিনির অপেক্ষায় বিক্রেতারা। ক্রেতা পূর্ণ না থাকলেও কোরবানির গরুতে পূর্ণ রাস্তার ধারের ছোট পশুর হাট। ছবিটি সম্প্রতি চট্টগ্রামের ফিরিঙ্গী বাজার ব্রিজ ঘাট থেকে তোলা
ছবি: তারানা তানজিনা মিতু
৫ / ৮
এদেশীয় না হলেও ক্রিকেট খুবই জনপ্রিয় একটি খেলা। টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনা লেগেছে পাড়া-মহল্লায়। সুবিশাল রেইনট্রি যেন গ্যালারি হয়ে ক্রিকেট খেলা দেখছে! ছবিটি পাবনার পাকশী রেলওয়ে কার্যালয় এলাকা থেকে সম্প্রতি তোলা।
ছবি: মো. রায়হানুল হক
৬ / ৮
ছাদবাগানের শোভাবর্ধনে ভিনদেশি স্পাইডার লিলি। ছবিটি সম্প্রতি ময়মনসিংহ সদরের নওমহল এলাকা থেকে তোলা
ছবি: এম এইচ সরকার
৭ / ৮
পড়ন্ত বিকেলে খেলার মাঠে খেলাধুলায় ব্যস্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা। সার্কিট হাউস খেলার মাঠ, ময়মনসিংহ, ১১ জুন
ছবি: মাহমুদুল হাসান
৮ / ৮
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা চলছে সমানতালে। সেই ধারা অব্যাহত রাখতে টাইগার্স প্রো লিগ-২০২৪ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৯ জুন বিকেলে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী দল মাইটি কিংয়ের হাতে পুরস্কার তুলে দেন বাকৃবি উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. আবদুল আওয়াল। পুরস্কার হাতে গ্রুপ ছবিতে বিজয়ী দলের সদস্যরা
ছবি: তানিউল করিম জীম