পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
পদ্মার বুকে সূর্যাস্তের মায়াবী আলো। প্রকৃতির এক অমলিন সৌন্দর্য
ছবি: স্বাধীন খন্দকার
২ / ৭
শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে শ্রীমঙ্গল সিঙ্গার অ্যান্ড মিউজিশিয়ান ক্লাব। ২৬ আগস্ট মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচক ইউনিয়নের পশ্চিম পঞ্চানন্দপুর গ্রামে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বন্যার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে শুকনা খাবার, পানি ও জরুরি ওষুধসামগ্রী পৌঁছে দেওয়া হয়
ছবি: জীবন পাল
৩ / ৭
নৌকায় ভেসে কেটে যায় জীবন। ভাসমান জেলেদের বিকল্প সংসার। ভরা মৌসুমে দিনের পর দিন কেটে যায় নৌকায়। জেলেদের দুপুরের খাবার তৈরি হচ্ছে নৌকাতেই। তুরাগ নদ, কাউন্দিয়াঘাট, সাভার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৪ / ৭
সরিষাবাড়ীতে সাতসকালে দুই কৃষক রোপা আমনের চারা নিয়ে রেললাইনের পাশ দিয়ে জমিতে যাচ্ছেন। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: শফিকুল ইসলাম
৫ / ৭
ভাদ্র মাসে তালের পিঠা খাওয়ার মজাই আলাদা। তাই বাজার থেকে তাল কিনছেন এক ক্রেতা। নতুন হাট, পার্বতীপুর উপজেলা, দিনাজপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আইয়ুব আলী
৬ / ৭
নদীতে এখন হাঁটুজল। সেখানেই ফুটবল নিয়ে খেলায় মেতে উঠেছে দুরন্ত শৈশব। উত্তর নামাজের চর গ্রাম, উলিপুর উপজেলা, কুড়িগ্রাম, ২৭ আগস্ট
ছবি: আবদুল সামাদ
৭ / ৭
সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য মুগ্ধতা ছড়িয়ে দিয়ে এই পৃথিবী আর আমাদের অপেক্ষায় রাখে আরেকটি সম্ভাবনাময় সূর্যোদয়ের। আবুল খায়ের পার্ক, বহরপুর, রাজবাড়ী, ২৮ আগস্ট
ছবি: আবু সাইদ