বড়বিলার প্রকৃতি, জীবন ও জীবিকা

বড়বিলা প্রকৃতি, পরিবেশ ও জীবন–জীবিকার এক অনন্য স্থান। এটি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। বিলটি প্রায় ১ হাজার ৮০০ একর জুড়ে রয়েছে, এ বিলের আশপাশে ৮-১০টি গ্রাম অবস্থিত। বড়বিলা শুধু প্রাকৃতিক সৌন্দর্য এর আঁধারেই নয়, বিলপারের মানুষের জীবন–জীবিকার সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক। জেলে সম্প্রদায়ের জীবিকা নির্বাহে ও বোরো মৌসুমে স্বল্প খরচে স্থানীয় কৃষকেরা প্রচুর ধান উৎপাদন করে থাকেন। এ ছাড়া হাঁস, গবাদিপশুর বিচরণে, পরিবেশের সুরক্ষায় ও আর্থসামাজিক ক্ষেত্রে ব্যাপক ভূমিকা আছে বড়বিলার। ছবিগুলো সম্প্রতি তুলেছেন মাসুদার রহমান।

১ / ৮
স্থানীয় জেলেরা মাছ ধরছেন
২ / ৮
বোরো খেতে পানি সেচের প্রস্ততি নিচ্ছেন কৃষক
৩ / ৮
বড়বিলার পারে কৃষকের বীজতলা
৪ / ৮
পড়ন্ত বিকেলে গরু নিয়ে বাড়ি ফিরছেন রাখাল
৫ / ৮
ছাগল চরিয়ে বাড়ি ফিরছেন এক নারী
৬ / ৮
বড়বিলার পারে বটগাছের সারি অপার সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে
৭ / ৮
বিলে হাঁসের দলকে খাবার দিচ্ছেন এক ছোট খামারি
৮ / ৮
বড়বিলার পারের সূর্যাস্ত এক মায়াবী দৃশ্য ধারণ করে