বসন্ত বাতাসে

বসন্ত বাতাস—বাংলা পঞ্জিকা অনুযায়ী দেশে এখন বসন্তকাল চলছে। গাছগুলো সেজেছে বাহারি রঙের ফুলে। বাতাসে বাতাবিলেবুর ফুলের মন মাতাল করা সুবাস। নদীগুলো শুকিয়ে এসেছে। খেতে খেতে শোভা পাচ্ছে চৈতালি শস্য। একটু একটু করে গরম পড়তে শুরু করেছে। ছবিতে দেখে নেওয়া যাক এবারের বসন্তকালের কিছু চিত্র। ছবিগুলো ঢাকার উত্তরখান এবং কুষ্টিয়ার বাড়াদী গ্রাম থেকে ৭ ও ৮ মার্চ তোলা। ছবিগুলো তুলেছেন অস্ট্রেলিয়াপ্রবাসী ইয়াকুব আলী

১ / ১০
বীজ করার জন্য রাখা হয়েছে পেঁয়াজের ফুল। বাড়াদী গ্রাম, কুষ্টিয়া
২ / ১০
বাতাসে গরমের ছোঁয়া লেগেছে, তাই হাতে বানানো তালপাখা বিক্রি করতে বেড়িয়ে পড়েছেন অনেকেই। বাড়াদী গ্রাম, কুষ্টিয়া
৩ / ১০
আমগাছে সভা পাচ্ছে আমের মুকুল আর বাতাসে তার তীব্র ঘ্রাণ। উত্তরখান, ঢাকা
৪ / ১০
গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথে বিকেল হলেই সবাই দলবেঁধে হাঁটতে বেরিয়ে পড়ছেন। বাড়াদী গ্রাম, কুষ্টিয়া
৫ / ১০
কাঁঠালের গাছে এসেছে মুছি। বাড়াদী গ্রাম, কুষ্টিয়া
৬ / ১০
ফুলে ফুলে ছেয়ে গেছে শিমুলের ডাল। বাড়াদী গ্রাম, কুষ্টিয়া
৭ / ১০
নদীগুলো শুকিয়ে চর পড়তে শুরু করেছে। পাটুরিয়া ফেরিঘাট
৮ / ১০
পানের বরজে ঝুলছে পান। বাড়াদী গ্রাম, কুষ্টিয়া
৯ / ১০
বসন্তে দেখা মেলে ঢোল কলমি ফুলের। বাড়াদী গ্রাম, কুষ্টিয়া
১০ / ১০
শীত চলে গেলেও এখনো কিছু গাছের পাতা ঝরা চলছে। বাড়াদী গ্রাম, কুষ্টিয়া