পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৯
বৃষ্টির নতুন পানিতে নদী ও বিলের নানা প্রজাতির মাছ যেন প্রাণ ফিরে পেয়েছে। স্থানীয় জলাশয়, বিলে ইতিমধ্যে পানি আসতে শুরু করেছে। এর সঙ্গে জলাশয়গুলো ভরে উঠেছে দেশীয় জাতের ছোট-বড় মাছে। এ সময় দেশীয় নানা প্রজাতির মাছ প্রজনন করে থাকে। নতুন পানি পেয়ে মাছের ঝাঁকের বেশির ভাগই ছোট। আর তাই তো জেলে ও শৌখিন মানুষদের পাল্লা দিয়ে চলছে মাছ শিকার। ছবিটি গতকাল মঙ্গলবার ময়মনসিংহ সদর উপজেলার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘেঁষে ব্রহ্মপুত্র নদ থেকে তোলা
ছবি: দীন মোহাম্মদ দীনু
২ / ৯
নগরে একটুকরা দ্বীপ, মেঘে ঘেরা আকাশ দিয়ে সেজেছে অপরূপ সাজে। হাতিরঝিল, ঢাকা, ৩ জুন
ছবি: তানজিম মোহাইমেন
৩ / ৯
সকাল থেকেই টানা বৃষ্টি, যাকে ‘অঝোর ধারা’র বৃষ্টি বলা যেতে পারে। ফলে সকাল পেরিয়ে দুপুর গড়াতেই পাহাড়ি ঢল নামতে শুরু করে। ঢলের পানি বেয়ে নেমে আসে খালে। কিছু সময় যেতে না যেতেই খালের পানিও বাড়তে শুরু করে। ৪ জুন মৌলভীবাজার শ্রীমঙ্গলের নীলকণ্ঠ চা কেবিনের পার্শ্ববর্তী খাল থেকে ছবিটি তোলা।
ছবি: জীবন পাল
৪ / ৯
জৈষ্ঠের অগোছালো আবহাওয়ায় সারা দিনের পরিশ্রম শেষে মনকে তৃপ্তি দিতে চলছে ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের পারফরম্যান্স যেমনই হোক, ক্রিকেটপাগল জাতির ক্রিকেট চলুক আপন মহিমায়। আড়াইহাজার, নারায়ণগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: এম এ মাসুদ
৫ / ৯
বিশ্ব পরিবেশ দিবস জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে পালিত হয়েছে। আজ বুধবার সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বৃক্ষরোপণ করা হয়।
ছবি: অনিরুদ্ধ সাজ্জাদ
৬ / ৯
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪–এর ইউনিয়ন পর্যায়ে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে আনন্দ–উল্লাস করছে শিক্ষার্থীরা। ছবিটি আজ বুধবার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গাঙ্গোর বাজার থেকে তোলা
ছবি: সবুজ সরকার
৭ / ৯
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)। ৫ জুন সকাল ১০টায় কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আম, কাঁঠাল, জামরুল, কতবেল, তেঁতুল, জলপাই, সফেদাসহ বিভিন্ন ফলদ ও ফুল গাছের চারা রোপণ করা হয়
ছবি: সানজিদা জান্নাত পিংকি
৮ / ৯
উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের স্থিরচিত্র। ছবিটি আজ ৫ জুন বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়নের সরকারি ডিগ্রি কলেজ থেকে তোলা
ছবি: কারিমুল হাসান
৯ / ৯
মানুষের মনটা সবুজ হোক এই সবুজের মতো করে। রমনা পার্ক, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আবু সাইদ