পাঠকের ছবি (১২ জানুয়ারি ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৮
প্রকৃতির নীরবতার মধে৵ রাখাল গরুকে খাবার খাওয়াচ্ছেন—গ্রামবাংলার সহজ-সরল জীবনচিত্র। খিরু নদীর চর, ভালুকা, ময়মনসিংহ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: জাহিদুল ইসলাম জিনু
২ / ৮
শূন্যতার মধ্যে লুকিয়ে আছে সৌন্দর্য। মিরপুর ডিওএইচএস, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: এস এম এম মুসাব্বির উদ্দিন
৩ / ৮
দিগন্তজোড়া হলুদ শষে৴খেতের মায়াবী সৌন্দর্য, যেখানে প্রকৃতির স্নিগ্ধতার সঙ্গে মিলেমিশে একাকার হয়েছে যান্ত্রিক সভ্যতার বিদ্যুতের টাওয়ারের এই দৃশ্য। কাশেম বিল, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সুমন পাল
৪ / ৮
কয়েক দিনের ঘন কুয়াশার পর ১০ জানুয়ারি সকালে রোদের ছোঁয়ায় বদলে যাওয়া প্রাকৃতিক দৃশ্য। কর্ণগোপ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
ছবি: মো. শাহিন রেজা
৫ / ৮
শীতে রোদ পোহানো সবার জন্য আরামদায়ক। রাঙামাটি। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সঞ্জয় দেবনাথ
৬ / ৮
ফুটপাতে দাঁড়িয়ে থাকা প্রাচীন বটবৃক্ষ। প্রেসক্লাব রোড, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রুকাইয়া
৭ / ৮
সোনালি সন্ধ্যার আলোয় মাঠ, নীরবতায় দাঁড়িয়ে থাকা একটি গাছ। সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: শাফায়েত রহমান খান
৮ / ৮
সবুজের নিবিড় ছায়ায় প্রকৃতির অপার সৌন্দর্য—গ্রামবাংলার এই নীরব দৃশ্য। হবিরবাড়ির গজারবন, ভালুকা, ময়মনসিংহ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: জাহিদুল ইসলাম জিনু