পাঠকের ছবি (২০ মার্চ ২০২৫)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ৭
একসময় গ্রামের প্রতিটি বাড়ির ঝোপঝাড়েই বাঁশ দেখা যেত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাঁশ এখন আর তেমনটা চোখে পড়ে না। আমাদের পরিবেশ থেকে হারিয়ে গেছে প্রকৃতির অমূল্য বাঁশঝাড়। তেমনই সম্প্রতি চলতি পথে মুন্সিগঞ্জের একটি সড়কের পাশে চোখে পড়ল বিশাল বাঁশবাগান
ছবি: অলিউর রহমান ফিরোজ
২ / ৭
ইফতারে সবাই এক। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মদ মেহেদী হাসান
৩ / ৭
চৈত্রের সূচনায়, সূর্যের চোখরাঙানি শেষে রাতের নিশ্চুপ শুভ্র চাঁদ। ডাকাতিয়া সেতু, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৪ / ৭
প্রতিটি সন্ধ্যা আমাদের মনে করিয়ে দেয় নতুন শুরুর আশা। ছবিটি সম্প্রতি তোলা। তুরাগ নদ, বেড়িবাঁধ এলাকা, মিরপুর
ছবি: মো. রায়হানুল হক
৫ / ৭
সিগন্যাল টাওয়ার, মিনি টাইট হাউসসহ নানা নামে ডাকা হলেও এটি মূলত নৌপথের ট্রাফিক সিগন্যালের মতো কাজ করে। নৌরুটের সীমানা, কখনো আবার লেন নির্ধারণেও কাজ করে। মেঘনা নদী। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আল-আমিন মাসুদ
৬ / ৭
প্রিয়তমার কপালে যেন মধুপূর্ণিমার চাঁদ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হেলাল
৭ / ৭
আগাছা হলেও হাতিশুঁড় ফুল বেশ চমৎকার। পাতার ওপর লম্বা পুষ্পদণ্ডগুলো হাতির বাঁকা শুঁড়ের মতো মাথা তুলে থাকে। এর বৈজ্ঞানিক নাম Heliotropium Indicum, ইংরেজিতে Indian heliotrope। ছবিটি সম্প্রতি রাজধানীর পূর্বাচল এলাকা থেকে তোলা
ছবি: মো. রায়হানুল হক