বন্ধুত্ব ও স্রোত মুখাপেক্ষী। স্রোতের সঙ্গে সময়ের তালে জীবন থেকে অসংখ্য বন্ধু হারিয়ে যায়, পরিচয় মেলে এবং থেকে যায় প্রকৃত বন্ধুত্বের মানুষগুলো। পৃথিবীর সব প্রান্তে জীবনে ঘটে যাওয়া উত্থান, ঝড়ঝাপটা, সুখ–দুঃখে পাশে থাকা চিরসখা অন্তরের অন্তস্তলে বসবাস করে প্রকৃত বন্ধুত্বের বন্ধনছবি: নয়ন তারা