পাঠকের ছবি

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

১ / ১০
পাহাড়ের ঢাল থেকে জাম্বুরা আর কলা ট্রলারে তুলে নিয়ে যাচ্ছেন বাগানি। বরকল এলাকা, কর্ণফুলী নদী, রাঙামাটি, ১৫ সেপ্টেম্বর
ছবি: মোবাশ্বির হাসান শিপন
২ / ১০
বর্ণিল পিটুনিয়াগুচ্ছ। পালংকি রেস্টুরেন্ট, কক্সবাজার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
৩ / ১০
রূপসা ব্রিজ, খুলনা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মদ সামছুদ্দীন
৪ / ১০
‘শরৎ রানী যেন কাশের বোরকা খানি খুলে/ কাশবনের ওই আড়াল থেকে নাচছে দুলে দুলে’- নির্মলেন্দু গুণের কবিতার পঙ্‌ক্তির মতোই সুন্দর এখন সারিঘাট কাশবন এলাকা। সারিঘাট, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. রায়হানুল হক
৫ / ১০
শরতের আকাশে সাদা মেঘের খেলা। দর্শনা হল্ট স্টেশন, চুয়াডাঙ্গা, ২৪ সেপ্টেম্বর
ছবি: প্রবীর পাল
৬ / ১০
হলুদ বা হলদি। বৈজ্ঞানিক নাম Curcuma longa। শিমলাপাড়া, হেমনগর, টাঙ্গাইল। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
৭ / ১০
বন্ধুত্ব ও স্রোত মুখাপেক্ষী। স্রোতের সঙ্গে সময়ের তালে জীবন থেকে অসংখ্য বন্ধু হারিয়ে যায়, পরিচয় মেলে এবং থেকে যায় প্রকৃত বন্ধুত্বের মানুষগুলো। পৃথিবীর সব প্রান্তে জীবনে ঘটে যাওয়া উত্থান, ঝড়ঝাপটা, সুখ–দুঃখে পাশে থাকা চিরসখা অন্তরের অন্তস্তলে বসবাস করে প্রকৃত বন্ধুত্বের বন্ধন
ছবি: নয়ন তারা
৮ / ১০
ভরা মৌসুমেও ইলিশ ধরতে ব্যস্ত জেলেরা। মেঘনা নদী, ভোলা সদর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোবাশ্বির হাসান শিপন
৯ / ১০
বাজারে ইলিশ। বিক্রেতা বলছেন, ক্রেতা নেই। ক্রেতা বলছেন আকাশছোঁয়া দামের কারণে কেনা কঠিন। সাহেব বাজার, রাজশাহী, ২৪ সেপ্টেম্বর
ছবি: মো. ফজলে রাব্বী
১০ / ১০
বর্ষায় সাজেকের অপরূপ রূপ যেন আরও বেড়ে যায়। কংলাক পাহাড়, সাজেক, বাঘাইছড়ি উপজেলা, রাঙামাটি, ১৫ সেপ্টেম্বর
ছবি: মোবাশ্বির হাসান শিপন